‘ক্যান্সারে আক্রান্ত, ৬ মাস ধরে লড়ছি…’! প্রচার করতে পারব না, ঘোষণা মোদীর

বাংলা হান্ট ডেস্ক : দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। গত কয়েকমাস ধরেই জোরদার প্রচার শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। এসবের মধ্যেই বড়সড় ঝটকা খেল দেশের শাসকদল বিজেপি। ভোটের ঠিক পূর্বমুহূর্তে খবর এল, গত ৬ মাস ধরে ক্যান্সারের (Cancer) সঙ্গে লড়াই করছেন মোদী। মারণ রোগের কারণে তিনি আর প্রচারও করতে পারবেননা বলে জানিয়েছেন। সূত্রের খবর, তিনি এখন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের অসুস্থতার কথা জানিয়েছেন বর্ষীয়ান BJP নেতা। তাঁর আক্ষেপ, আসন্ন নির্বাচনে হয়ত আর খুব বেশি কিছু করতে পারবেননা তিনি। তবে তিনি মনে করেন, দল এবং জনতাকে নিজের অসুস্থতার কথা জানানোর এটাই সঠিক সময়। দল, দেশ এবং জাতির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন BJP নেতা।

এইদিন বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও BJP-র বর্ষীয়ান নেতা সুশীল মোদি (Sushil Kumar Modi) নিজের অফিশিয়াল X হ্যান্ডেলে লেখেন, ‘আমি গত ৬ মাস ধরে ক্যান্সারের সাথে লড়াই করছি। এখন অনুভব করছি মানুষকে বলার সময় এসেছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আমি কিছুই করতে পারব না। প্রধানমন্ত্রী মোদিকে সব বলা হয়েছে। সর্বদা কৃতজ্ঞ এবং সর্বদা দেশ, বিহার এবং দলের জন্য নিবেদিত।’

সূত্রের খবর, সুশীল মোদীর গলায় বাসা বেঁধেছে মারণরোগ। পূর্বে একবার গলা ব্যাথার কারণে ডাক্তারের কাছে গেছিলেন তিনি। সমস্ত টেস্ট করানোর পর ধরা পড়ে, তিনি ক্যান্সারে আক্রান্ত। এতদিন বিষয়টা নিজের কাছে রাখলেও এবার তিনি মনে করছেন যে, দুনিয়াকে জানানো প্রয়োজন। আসলে বিহারে প্রচার শুরু হওয়ার পর থেকেই কিছুটা গায়েব ছিলেন সুশীল মোদী‌। প্রচারের অনুষ্ঠানে বিশেষ দেখা যাচ্ছিলনা তাকে। তারপর থেকেই শুরু হয়েছিল জল্পনা। এবার সব জল্পনার অবসান ঘটালেন তিনি।

সুশীল মোদির রাজনৈতিক জীবন : দীর্ঘ ৩৩ বছরের রাজনৈতিক জীবনে একাধিক সফলতা হাসিল করেছিলেন তিনি। রাজ্যসভা, লোকসভা, বিধান পরিষদ এবং বিধানসভার চারটি কক্ষের সদস্য ছিলেন সুশীল মোদী‌। বিহারের উপ-মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি তিনি রাজ্যসভার সাংসদও হয়েছেন।

 

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর