চিরঘুমের দেশে পাড়ি দিলেন সুষমা,শোকের ছায়া নামলো বলিউডে

মঙ্গলবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হন প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী তথা বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।তাঁকে তাড়াতাড়ি করে দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সোশ্যাল মিডিয়ায় রাজনীতিকরা অনেকেই শোক বার্তা লিখেছেন লিখেছেন। তার পাশাপাশি বলিউডের তারকারা শোকার্ত।

ট্যুইট করে নিজেদের শোকবার্তা জানিয়েছেন অনুপম খের, পরিণীতি চোপড়া, স্বরা ভাস্কর, বিশাল দাদলানি, বোমান ইরানি, রীতেশ দেশমুখ ও একতা কাপুর। ট্যুইটে সমবেদনা জানিয়েছেন লতা মঙ্গেশকর, প্রসূন জোশী, জাভেদ আখতার, শাবানা আজমিরাও।

https://twitter.com/imbhandarkar/status/1158801375033098240

 

https://twitter.com/ReallySwara/status/1158802184474988544

 

সম্পর্কিত খবর