হিন্দি সিরিয়ালের ঢঙে এবার বাংলা সিরিয়াল, অলৌকিকের ছোঁয়ায় নতুন গল্প নিয়ে আসছেন সুস্মিতা-রাজদীপ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পুরনো সিরিয়াল (Serial) যাবে, নতুন সিরিয়াল আসবে। এটাই টেলিপাড়ার অলিখিত নিয়ম। বছরের পর বছর ধরে চলে আসছে এমনটাই। তবে সাম্প্রতিক সময়ে সিরিয়াল শেষ আর নতুন সিরিয়াল শুরুর ধুমটা একটু বেশিই বেড়েছে। এখন কয়েক বছরের জায়গায় কয়েক মাসে শেষ হয় এক একটা সিরিয়াল। তার জায়গায় আসে নতুন গল্প।

স্টার জলসায় আগামীতে শুরু হতে চলেছে এমনি এক নতুন সিরিয়াল। মুখ‍্য চরিত্রে থাকছেন সুস্মিতা দে (Sushmita Dey) এবং ‘ওগো বধূ সুন্দরী’ খ‍্যাত রাজদীপ গুপ্ত (Rajdeep Gupta)। এ খবর আগেই পাওয়া গিয়েছিল। এবার জানা গেল নতুন সিরিয়ালের বিষয়বস্তু। সূত্রের খবর মানলে, অতিলৌকিক বিষয়বস্তু নিয়ে তৈরি হচ্ছে এই সিরিয়ালের গল্প।


জানা যাচ্ছে, আসন্ন সিরিয়ালের নাম ‘নাগপঞ্চমী’। নাম থেকেই বোঝা যাচ্ছে, পরাবাস্তব বিষয় নিয়েই এই সিরিয়ালের গল্প লেখা হচ্ছে। ইতিমধ‍্যেই নাকি নায়ক নায়িকার লুক সেটও হয়ে গিয়েছে। যদিও গোটা বিষয়টা নিয়ে অত‍্যন্ত গোপনীয়তা বজায় রেখে চলেছে সিরিয়াল নির্মাতারা।

উল্লেখ‍্য, অতিলৌকিক বিষয়বস্তু নিয়ে বলিউডে সফল সিরিয়াল তৈরি হয়েছে। একতা কাপুর প্রযোজিত ‘নাগিন’ সিজনের পর সিজন জুড়ে ভাল।টিআরপি তুলে চলেছে। তবে বাংলায় এই ধরণের সিরিয়ালের সংখ‍্যা খুবই কম। ‘বাঘ বন্দি খেলা’ নামে এই ধরণের গল্প নিয়ে একটি সিরিয়াল শুরু হয়েছিল জি বাংলায়। কিন্তু তেমন জনপ্রিয়তা না পাওয়ায় বন্ধ হয়ে গিয়েছিল সিরিয়ালটি।

প্রসঙ্গত, নতুন সিরিয়ালটিতে আগে নাকি অভিনেত্রী নবনীতা দাসকে নায়িকা হিসাবে ভাবা হয়েছিল‌। কিন্তু তাঁকে সরিয়ে শেষমেষ জায়গা করে নিয়েছেন সুস্মিতা। অভিনেতা রাজদীপ গুপ্তর বিপরীতে নাকি দেখা যাবে তাঁকে।


এর আগে অপরাজিতা অপু এবং বৌমা একঘর নামে দুটি সিরিয়ালে দেখা গিয়েছিল সুস্মিতাকে। মডেলিং জগৎ থেকে সুস্মিতার অভিনয়ে পা রাখা ‘অপরাজিতা অপু’র হাত ধরে। ডেবিউ সিরিয়ালেই এসেছিল আকাশছোঁয়া জনপ্রিয়তা। অপুকে স্টার জলসার দর্শকরা চিনেছিল টিয়া নামে। শাশুড়ি তাকে টেনে হিঁচড়ে চাকরি করতে পাঠায়।

অপরাজিতা অপুরর মতো এখানেও শাশুড়ি বৌমা, যৌথ পরিবারের গল্প। কিন্তু জনপ্রিয়তাটা এক হয়নি। প্রোমো দেখিয়ে জুত করতে পারেনি বৌমা একঘর। মাত্র তিন মাস চলতে না চলতেই দর্শক ছুঁড়ে ফেলে এই সিরিয়ালকে। ফের নতুন সিরিয়াল নিয়ে ফিরছেন সুস্মিতা।

সম্পর্কিত খবর

X