সিরিয়াল বন্ধ হওয়ার প‍র গান নিয়েও লাগাতার ট্রোল! উত্তরে মুখ খুলে বিষ্ফোরক সুস্মিতা

বাংলাহান্ট ডেস্ক: অভিনেতা অভিনেত্রীদের জীবনের সঙ্গেই জড়িয়ে থাকে ট্রোলিং (Trolling)। তারাও পেশার সঙ্গে স্বাভাবিক বিষয় বলেই মেনে নেন সবটা। তবে মাঝে মধ‍্যেই সেটা মাত্রা ছাড়িয়ে যায়। আমজনতা মনে করেন, রূপোলি দুনিয়ার তারকা হলে তাদের সর্বগুণসম্পন্ন হতে হবে। সেটা না হলেই শুরু হয় ট্রোলিং।

অতীতে গানের জন‍্য একাধিক অভিনেত্রী ট্রোলড হয়েছেন। রাণী রাসমণি ওরফে দিতিপ্রিয়া রায়ের গানের ভিডিও আর তা নিয়ে ট্রোলের কথা এত তাড়াতাড়ি সম্ভবত কেউই ভুলতে পারেননি। এবার একই পরিস্থিতিতে পড়লেন অভিনেত্রী সুস্মিতা দে (Sushmita Dey)। ‘অপু’ বা ‘টিয়া’ সম্প্রতি নিজের গানের গলার জন‍্য হাসি তামাশার শিকার হয়েছেন।

   

Bouma sushmita
অভিনেতা অভিনেত্রীদের প্রায়ই বিভিন্ন জায়গায় শোয়ের জন‍্য যেতে হয়। সেখানে দর্শকদের অনুরোধে সিরিয়ালের সংলাপ বলতে হয়, গানও গাইতে হয়। সুস্মিতাও ব‍্যতিক্রম নন। এমনি এক অনুষ্ঠানে অনুরাগীদের অনুরোধে একটি হিন্দি গান গেয়েছিলেন তিনি। সেই ভিডিও নেটপাড়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। অনেকে কটাক্ষ করেছিলেন, সুস্মিতার গান নাকি খুবই বাজে। এমনকি এর থেকে নাকি রানু মণ্ডলও ভাল গান!

ট্রোল কতটা প্রভাব ফেলেছে সুস্মিতার মনে? সংবাদ মাধ‍্যমের তরফে প্রশ্ন করা হলে তিনি প্রথমে অবাক হয়ে জানতে চান, এমনটা সত‍্যিই ঘটেছে! তবে এসব ট্রোলে পাত্তা দেওয়ার পাত্রী নন সুস্মিতা। তাঁর স্পষ্ট বক্তব‍্য, তিনি পেশাদার গায়িকা নন। তাই এসব কথা তাঁর গায়ে লাগেনি। তবে যদি কেউ বলত যে তিনি খারাপ অভিনয় করেন তাহলে তাঁর খারাপ লাগত।

প্রসঙ্গত, মডেলিং থেকে অভিনয়ে পা রেখেছিলেন সুস্মিতা। ডেবিউ সিরিয়ালেই এসেছিল আকাশছোঁয়া জনপ্রিয়তা। অথচ দ্বিতীয় সিরিয়ালেই পাহাড় প্রমাণ ব‍্যর্থতা! মাত্র তিন মাস চলেই বন্ধ হয়ে যায় ‘বৌমা একঘর’। এ বিষয়ে বিষন্ন মনে সুস্মিতা জানিয়েছিলেন, দর্শকদের কেন পছন্দ হল না সেটাই তিনি বুঝতে পারছেন না।

যখন জানতে পারেন যে সিরিয়াল শেষ করে দেওয়া হচ্ছে তখন কার্যত পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল তাঁর। বড় ধাক্কা পেয়েছিলেন। মন এখনো খারাপ। কিন্তু সব শুরুরই তো একটা শেষ থাকে। গূঢ় সত‍্যটা মেনে নিয়েই মনকে প্রবোধ দিয়েছেন সুস্মিতা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর