অভিনয়ের ছুতোয় আপত্তিকর স্পর্শ, মিঠুনের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ এনেছিলেন সুস্মিতা সেন

বাংলাহান্ট ডেস্ক: বিনোদনের জাতীয় মঞ্চে বাঙালির জয়যাত্রা শুরু হয়েছিল তাঁরই হাত ধরে। উত্তর কলকাতার এক অতি সাধারণ বাড়ির ছেলে মুম্বই গিয়ে নাচিয়েছিলেন গোটা দেশকে। তিনিই ভারতের প্রথম ‘ডিস্কো কিং’ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। আজ জন্মদিন সুপারস্টার অভিনেতার। ভক্তদের ভালবাসায় আরো এক বছর বয়স বাড়ল অভিনেতার।

সুদীর্ঘ অভিনয় কেরিয়ারে অনেক উত্থান পতন দেখেছেন মিঠুন। বলিউড প্রথমেই তাঁকে আপন করে নেয়নি। বারে বারে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হয়েছে তাঁকে। তবে সাফল্য বেশিদিন মুখ ফিরিয়ে থাকতে পারেনি মিঠুনের থেকে। এক সময় তিনিই হয়ে উঠেছিলেন বলিউডের এক নম্বর নায়ক। কিন্তু মিঠুনের বিরুদ্ধেই একবার উঠেছিল বিষ্ফোরক অভিযোগ। তাও আবার এনেছিলেন অভিনেত্রী সুস্মিতা সেন।

sushmita mithun

বিরাট অভিযোগ মিঠুনের বিরুদ্ধে

মিঠুন এবং সুস্মিতা একসঙ্গে ‘চিঙ্গারি’ ছবিতে অভিনয় করেছিলেন। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির একটি দৃশ্যকে ঘিরেই বেঁধেছিল বিতর্ক। ধর্ষণ দৃশ্যে অভিনয় করতে হয়েছিল মিঠুন সুস্মিতাকে। পরিচালক অত্যন্ত খুশি ছিলেন কারণ তিনি যেমনটা চেয়েছিলেন ঠিক তেমনি অভিনয় পেয়েছিলেন।

পর্দায় দৃশ্যটা বাস্তবের কাছাকাছি আনতে এতটাই বাস্তবসম্মত অভিনয় করেছিলেন মিঠুন যে অবাক হয়ে গিয়েছিলেন পরিচালক। কিন্তু ক্ষুব্ধ হয়েছিলেন সুস্মিতা। তাঁর অভিযোগ ছিল, এই দৃশ্যে অভিনয় করার সময়ে মিঠুন তাঁকে আপত্তিকর ভাবে স্পর্শ করেছেন। শোনা যায়, তিনি এতটাই অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন যে শট ওকে হতেই সেট ছেড়ে বেরিয়ে যান। পরে পরিচালককেও অভিযোগ জানিয়েছিলেন সুস্মিতা। কিন্তু তাঁকে বলা হয়েছিল সবটাই তাঁর মনের ভুল।

মিঠুনের সঙ্গে বোঝাপড়া

এই কথাটা কিন্তু লোকানো যায়নি। ধীরে ধীরে অনেকের কানেই উঠতে থাকে সুস্মিতার অভিযোগের কথা। বিতর্কের আঁচ করে শেষমেষ অভিনেত্রীই বিষয়টা মিটমাট করার সিদ্ধান্ত নেন। তিনি উপলব্ধি করেন যে, ভুলটা তিনিই করেছিলেন আর মিঠুনের সঙ্গেও সবটা মিটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। সে যাত্রা রুখে দেওয়া গিয়েছিল বিতর্ক। আর ভুল অভিযোগ থেকে রেহাই পেয়েছিলেন মিঠুনও।


Niranjana Nag

সম্পর্কিত খবর