প্রেমের মাসেই ভাঙন ‘লাভবার্ডস’ সুস্মিতা-রোহমানের সম্পর্কে! ১৫ বছরের ছোট প্রেমিককে নিয়ে হতাশ অভিনেত্রী

বাংলাহান্ট ডেস্ক: অনেকদিন ধরেই প্রেমিক রোহমান শলের (rohman shawl) সঙ্গে লিভ ইন করছেন সুস্মিতা সেন (sushmita sen)। অভিনেত্রী ও তাঁর দুই পালিতা কন‍্যা রেনে ও আলিশার সঙ্গে দিব‍্যি মানিয়ে নিয়েছেন রোহমান। প্রায়ই নিজের থেকে ১৫ বছরের ছোট প্রেমিকের সঙ্গে ছবি, ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। নিজেদের প্রেমটা নিয়ে লুকোছাপা না করে সবার সামনেই নিয়ে এসেছেন তাঁরা।

কিন্তু সম্প্রতি সেই প্রেমে দেখা দিয়েছে ভাঙনের ইঙ্গিত, এমনটাই মনে করছেন সুস্মিতা অনুরাগীরা। খোদ অভিনেত্রীর পোস্ট থেকেই পাওয়া গিয়েছে তার আঁচ। নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন সুস্মিতা। সেখানে নারী ও পুরুষের পারস্পরিক বিশ্বাস নিয়ে মন্তব‍্য করতে দেখা যায় তাঁকে।

Cover Sushmita Rohman
একটি স্ট‍্যাটাস শেয়ার করেছেন সুস্মিতা। সেখানে লেখা, ‘সমস‍্যাটা হল মেয়েরা ভাবে ছেলেরা বদলাবে কিন্তু সে বদলায় না। ছেলেরা ভুল করে এটা ভেবে যে মেয়েরা কখনোই ছেড়ে যাবে না, মেয়েরা যাবে।’ অনুরাগীদের প্রশংসার ঢল নেমেছে এই পোস্টে। মহিলাদের অনুপ্রেরণা দেওয়ার জন‍্য অনেকেই ধন‍্যবাদ জানিয়েছেন সুস্মিতাকে।

https://www.instagram.com/p/CLGwG9fg7Zr/?igshid=1kw9m3oecxavf

এই পোস্টেই কয়েকজন প্রশ্ন করেছেন, সুস্মিতা ও রোহমান কি ব্রেকআপ করে নিয়েছেন? আবার কয়েকজন লিখেছেন সুস্মিতার বিয়ের জন‍্য অপেক্ষা করছেন তারা। আবার পুরুষদের হয়েও সুর চড়াতে দেখা গিয়েছে কয়েকজনকে।

এর আগে এক লাইভ সেশনে অনুরাগীদের যাবতীয় প্রশ্নের জবাব দেন সুস্মিতা। সেখানেই এক অনুরাগী প্রশ্ন করে বসেন, কবে বিয়ে করছেন সুস্মিতা ও রোহমান? উত্তর দিতে গিয়ে অভিনেত্রী আগে প্রেমিককে জিজ্ঞাসা করেন, “আমি কবে বিয়ে করছি?” রোহমান উত্তর দেন, “তিনি জিজ্ঞাসা করে এসে বলবেন”।

এই উত্তর শুনে সুস্মিতা হাসতে হাসতে বলেন, “আমরা আমাদের প্রতিবেশীদের থেকে জিজ্ঞাসা করে এসে জানাচ্ছি।” অভিনেত্রীর এই মজার জবাব বেশ পছন্দ হয় নেটিজেনদের। তাদের বক্তব‍্য, বেশ বুদ্ধি করে রেগে না গিয়ে উত্তর দিয়েছেন সুস্মিতা।

Niranjana Nag

সম্পর্কিত খবর