সুস্মিতা সেন ‘গোল্ডডিগার’! ‘নিজেরই হীরে কেনার ক্ষমতা আছে’, সপাটে জবাব সুস্মিতার

বাংলাহান্ট ডেস্ক: সুস্মিতা সেন (Sushmita Sen), নামটা শুনলেই চোখের সামনে ভেসে উঠত একজন ব‍্যক্তিত্ব সম্পন্ন, স্বয়ংসম্পূর্ণা নারী। কিন্তু এখন পদে পদে হেয় করা হচ্ছে তাঁকে। কারণ তিনি নাকি ললিত মোদীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। নিজের থেকে প্রায় দশ বছরের বড়, প্রতারক এক মানুষের সঙ্গে কীভাবে সম্পর্কে জড়ালেন তিনি? বারে বারে ঘুরেফিরে এই প্রশ্নটাই উঠে আসছে সবার মনে।

প্রাক্তন আইপিএল কর্তা যেদিন সুস্মিতার সঙ্গে সম্পর্কের কথাটা ঘোষনা করেন সেদিন থেকেই নাগাড়ে ট্রোল হয়ে চলেছেন অভিনেত্রী। প্রাক্তন বিশ্বসুন্দরী এখন হাসির খোরাক হয়ে গিয়েছেন। এমনকি তাঁকে ‘গোল্ডডিগার’ পর্যন্ত বলে কটাক্ষ করা হচ্ছে।

Sushmita 1
সম্প্রতি নিন্দুকদের সমস্ত কটাক্ষের উচিত জবাব দিয়েছেন সুস্মিতা। সুইমিং পুলের জলে মধ‍্যে দাঁড়িয়ে একটি ছবি তুলেছেন তিনি। সঙ্গে একটি বড়সড় বার্তায় স্পষ্ট করে দিয়েছেন, তিনি সোনা খোঁজেন না। সোনার থেকেও বেশি কিছু খোঁজেন। তাঁর বরাবর হীরে পছন্দ। আর সেটা কিন্তু তিনি নিজেই কিনতে সক্ষম।

অথচ তাঁকে কত কথাই না শুনতে হচ্ছে। এমন এমন বন্ধু তাঁর জীবন সম্পর্কে মতামত দিচ্ছেন যাদের কখনো বন্ধু হিসাবে তিনি চিনতেনই না। তারা তাঁর জীবন, চরিত্র, আদর্শ নিয়ে আজ মতামত দিচ্ছে। আর সোজাসুজি ‘গোল্ড ডিগার’ তকমা দিয়ে দিচ্ছে।

সবশেষে সুস্মিতা জানিয়েছেন, তাঁদের ‘সুস’ খুব ভাল আছে। কারণ তিনি অন‍্যদের সম্মতির উপরে নির্ভর করে চলেন না। যারা তাঁর শুভাকাঙ্খী তাদের শুভেচ্ছা, ভালবাসার জন‍্য ধন‍্যবাদ জানিয়েছেন সুস্মিতা।

https://www.instagram.com/p/CgHT-31NzzN/?igshid=YmMyMTA2M2Y=

সম্প্রতি নিজের দুই দত্তক মেয়ের সঙ্গে হাসিমুখে সেলফি শেয়ার করেছিলেন সুস্মিতা। সঙ্গে লিখেছেন, ‘আমি খুব ভাল জায়গায় আছি। বিয়ে হয়নি, কোনো আংটি নেই, শুধু নিঃশর্ত ভালবাসা দিয়ে ঘিরে রয়েছি! অনেক কৈফিয়ত দিয়ে দিয়েছি। এবার জীবন আর কাজে ফেরার পালা। আমার আনন্দে ভাগ করে নেওয়ার জন‍্য ধন‍্যবাদ। আর যারা করেন না, তাদের নাক গলানোর দরকারও নেই। সবার জন‍্য ভালবাসা!’

Niranjana Nag

সম্পর্কিত খবর