মলদ্বীপে ছুটি কাটাতে গিয়ে ভাইরাল হলো রোহমান ও সুস্মিতার ঘনিষ্ঠ ছবি

বাংলা হান্ট ডেস্ক: ঘনিষ্ঠ বন্ধু রোহমান শলের সঙ্গে প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতার সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। সুস্মিতা সেনের সঙ্গে রোহমানের বয়সের বিস্তর পার্থক্যই, তাঁদের দু’জনকে বার বার খবরের শিরোনামে উঠিয়ে নিয়ে এসেছে। এবার মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েও রোহমানের সঙ্গে বলিউড অভিনেত্রীর ঘনিষ্ঠ ছবি ঘিরে শুরু হয়েছে বিশাল জল্পনা।

সম্প্রতি মলদ্বীপে বেড়াতে যান সুস্মিতা সেন এবং রোহমান শল। সেখানে গিয়ে সাদা এবং কালো রঙের বিকিনি পরে বন্ধু রোহমানের সঙ্গে সময় কাটাতে দেখা যায় বলিউডের বাঙালি কন্যাকে। সুস্মিতা সেন এবং রোহমান শলের সেই একান্তে ছুটি কাটানোর ছবি প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

https://www.instagram.com/p/B2cPjqcBDFj/?utm_source=ig_web_copy_link

মলদ্বীপে গিয়ে কখনও সমুদ্র সৈকতে ঘুরে বেড়াতে দেখা যায় প্রাক্তন বিশ্ব সুন্দরীকে, আবার কখনও জলের নীচে ডুব দিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখা যায় বলিউডের বাঙালি কন্যাকে। সবকিছু মিলিয়ে সুস্মিতা সেনের মলদ্বীপ সফর যে বার বার পেজ থ্রির শিরোনামে উঠে আসছে, তা কিন্তু বেশ স্পষ্ট।

সম্পর্কিত খবর