রাজীব মুখার্জী, হাওড়া –গতকাল রাতে প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুর পর যেখানে দেশ জুড়ে সকলে অশ্রুসিক্ত চোখে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে,। সেখানেই হাওড়া শহরে দুইজন লোক শিল্পকলার মাধ্যমে দেওয়ালে তার প্রতিকৃতি এঁকে তাদের শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন তাদের প্রিয় নেত্রীকে। হাওড়া গুলমোহরে আজ তার দেওয়াল চিত্র আঁকা হয়।
তারা জানাচ্ছেন একজন কবি তার কবিতার মধ্যে দিয়ে যেভাবে তার নিজের চিন্তা ভাবনা বক্তব্য তুলে ধরেন, ঠিক একই ভাবে সে শিল্পী হওয়ার দরুন শিল্পকলার মাধ্যমেই স্বর্গীয় সুষমা স্বরাজ কে তার অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করছেন।
এই অভিনব ভাবে শিল্পীর শ্রদ্ধাজ্ঞাপন দেখতে লোকে ভিড় করেছেন। কেউ কেউ মোবাইল ক্যামেরা দিয়ে এই শিল্পকলার ছবি তুলছেন।
প্রসঙ্গত গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দেশে গভীর শোকের ছায়া নেমে এসেছে এই মুহূর্তে।
এবিষয়ে উদ্যোগকতা অনন্দ সোনাকার বলেন, গতরাতে বাড়ি ফিরেই টিভিতে সুষমা জির মৃত্যু সংবাদ পাই। তখনই ঠিক করি প্রাক্তন বিদেশ মন্ত্রীকে শ্রদ্ধা জানাবো। কিন্তু ব্যতিক্রমী কিছু করার ইচ্ছা হয়। আমার একজন চিত্রকর বন্ধু তখন জানায় দেওয়ালে সুষমা স্বরাজের ছবি এঁকে শ্রদ্ধা জানাতে চান তিনি।
আমিও তার প্রস্তাবে রাজি হয়ে যাই। এরপর আজ এই দেওয়ালে আমরা তার ছবি ও দু চার লাইন লিখে শ্রদ্ধাজ্ঞাপন করছি।