পর্দার দুর্ঘটনাই বাস্তব হল, মাথায় গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি হলেন ‘অপু’ সুস্মিতা দে

বাংলাহান্ট ডেস্ক: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া বা বেডে শুয়ে মৃত‍্যুর সঙ্গে পাঞ্জা লড়ার ঘটনা আকছার দেখা যায় সিরিয়ালে। কিন্তু সেসব দুর্ঘটনা সত‍্যি হয়ে গেলে কী হবে? বাস্তবে কিন্তু এমনটাই ঘটেছে ‘অপরাজিতা অপু’র (aparajita apu) সুস্মিতা দের (susmita dey) সঙ্গে। কিছুদিন আগেও সিরিয়ালে হুইল চেয়ারে বসে থাকতে দেখা গিয়েছিল তাঁকে। গাড়ি দুর্ঘটনায় পায়ে গুরুতর চোট পেয়েছিলেন।

সেই ঘটনাই এবার বাস্তবে ঘটল অপুর সঙ্গে। তবে এবার চোট পায়ে নয়, মাথায়। বাড়ির বাথরুমে পা পিছলে পড়ে গিয়েছিলেন সুস্মিতা। মাথায় ভাল রকমই চোট লেগেছিল। তাই ঝুঁকি না নিয়ে এই বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। হাসপাতাল থেকে কয়েকটি ছবি শেয়ার করেছেন সুস্মিতা।

Screenshot 2021 11 23 12 32 40 780 com.instagram.android
হাতে চ‍্যানেল করা রয়েছে তাঁর। মুখে মাস্ক পরে বিষন্ন মনে হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন তিনি। কিছুদিন আগে রোগীর পোশাক পরে এই হাসপাতালের বেডেই শুতে হয়েছিল সুস্মিতাকে। কিন্তু সেটা ছিল অভিনয়। আর এটা বাস্তব। অভিনেত্রী জানালেন, শুটিংয়ের সময়ই তাঁর মনে কু ডেকেছিল। বাস্তবে এমন কিছু হবে না তো? এখন দেখা গেল সেটাই ঘটেছে।

তবে আশার কথা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন সুস্মিতা। যদিও বেশিদিন বাড়িতে বিশ্রাম করার সুযোগ পাবেন না তিনি। অপুই সিরিয়ালের মূল চরিত্র‌। তাই তাঁকে ছাড়া বেশিদিন সিরিয়াল এগোনো সম্ভব নয়। শীঘ্রই ফের সেটে ছুটতে হবে তাঁকে।

https://www.instagram.com/p/CWmQtd1PGeo/?utm_medium=copy_link

বাস্তব জীবনেও কিন্তু অপুর মতোই চঞ্চল, প্রাণখোলা মেজাজের সুস্মিতা। কিন্তু সিরিয়ালের প্রয়োজনে প্রায় এক মাস হুইল চেয়ারে বসে কাটাতে হয়েছিল তাঁকে। সিরিয়ালে দেখানো হয়েছিল, বিদেশ বসুকে জেল খাটানোর ‘অপরাধে’ তার পোষা গুণ্ডারা রাস্তায় গাড়ি নিয়ে ধাক্কা মারে অপুকে।

ওই দুর্ঘটনার পরেই বেশ কিছুদিন হাঁটতে পারেনি অপু। দীপু ওরফে রোহন ভট্টাচার্যই তাকে কোলে কোলে নিয়ে ঘুরেছে বা সাহায‍্য নিতে হয়েছে হুইল চেয়ারের। কিন্তু হাঁটার ক্ষমতা হারিয়ে অপুর মন খারাপ হলেও সুস্মিতা কিন্তু দারুন খুশি ছিলেন। জানান, একটানা দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিনয় করার জায়গায় দিব‍্যি হুইল চেয়ারে বসে অভিনয় করতে পারছেন। আর কী চাই? শট শেষ হয়ে গেলেও নাকি চেয়ার ছেড়ে ওঠার নাম করতেন না সুস্মিতা।

Niranjana Nag

সম্পর্কিত খবর