‘সিঙ্গেল থাকতে চাই’, সাফ কথা সুস্মিতার, এভি-র সঙ্গে প্রেম শুধুই গুজব?

বাংলাহান্ট ডেস্ক : প্রেম করছেন অভিনেত্রী সুস্মিতা দে (Susmita Dey)। এমনি গুঞ্জনে হইচই টেলিপাড়ায়। সিরিয়ালের অনস্ক্রিন নায়ক এভি ওরফে অভিনেতা সাহেব ভট্টাচার্যের সঙ্গেই তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। একই সিরিয়ালে কাজ করতে গিয়েই নাকি প্রেমের সূত্রপাত দুজনের মধ্যে। দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পরেই সাহেবের সঙ্গে নতুন প্রেমের গুঞ্জন, রাতারাতি লাইমলাইটে উঠে আসেন সুস্মিতা (Susmita Dey)। সত্যিই কি প্রেম করছেন অভিনেত্রী?

প্রেম জীবন নিয়ে অকপট সুস্মিতা (Susmita Dey)

এ বিষয়ে এক সাক্ষাৎকারে সুস্মিতা (Susmita Dey) মুখ খোলেন। সমস্ত গুঞ্জন উড়িয়ে অভিনেত্রীর স্পষ্ট কথা, এই পুজোয় তিনি সিঙ্গেলই থাকতে চান। সুস্মিতা (Susmita Dey) বলেন, ‘আমি আপাতত চাইছি না আমার জীবনে কেউ আসুক। আপাতত নিজের মতো করেই সময় কাটাব।’ এবারের পুজোটা কথা পরিবারের সঙ্গেই কাটাতে চান তিনি।

আরো পড়ুন : ‘টেক্কা’ মুক্তির আগেই ধামাকা, রুক্মিনীকে নিয়ে দীর্ঘ প্রতীক্ষিত সুখবর দিলেন দেব

পুজোতেও হয়েছে প্রেম

পুজোর প্রেম প্রসঙ্গে সুস্মিতা (Susmita Dey) বলেন, ছোটবেলায় প্রচুর পুজোর প্রেম হয়েছে তাঁর। তখন চোখে চোখে কথা হত। স্কুল কলেজে থাকতে পেয়েছেন প্রেম প্রস্তাব। তবে সুস্মিতা (Susmita Dey) বলেন, তিনি যেহেতু একটু অন্তর্মুখী স্বভাবের তাই কেউ সরাসরি প্রস্তাব দেওয়ার সাহস পায়নি। বন্ধুদের মারফতই প্রেম প্রস্তাব পেতেন তিনি।

আরো পড়ুন : রামায়ণ বা মহাভারত নয়, এটিই ছিল ভারতের প্রথম টিভি সিরিয়াল, কত TRP উঠেছিল জানেন?

সিরিয়ালের শুটিংয়ে ব্যস্ত সুস্মিতা

পুজোর সময় কী পরিকল্পনা সুস্মিতার (Susmita Dey)? অভিনেত্রী জানান, এ বছর পুজোয় তাঁদের ‘কথা’ পরিবারের বিশেষ প্ল্যান রয়েছে। এটাই এখন তাঁর কাছে দ্বিতীয় পরিবার হয়ে উঠেছে। তাই পুজোর সময় একসঙ্গে সময় কাটাবেন তাঁরা। সকলের সঙ্গে দেখা করে হবে হইহুল্লোড়। এখন অবশ্য পুজোর এপিসোডের ব্যাঙ্কিংয়ে ব্যস্ত সুস্মিতা (Susmita Dey)। প্রায় ১২ ঘন্টা লেগে যাচ্ছে শুটিং ফ্লোরেই। শপিংয়ের চিন্তা ভুলে ফাঁক পেলে শুধু ঘুমিয়ে কাটাচ্ছেন অভিনেত্রী।

Susmita Dey

প্রসঙ্গত, ‘অপরাজিতা অপু’র হাত ধরে অভিনয় জগতে পা রাখেন সুস্মিতা। তারপর অবশ্য পরপর কয়েকটি ধারাবাহিক ব্যর্থতার মুখ দেখেছিল তাঁর। তবে সে সমস্ত দুঃখ ভুলিয়ে দিয়েছে কথার সাফল্য। বিশেষ করে সুস্মিতা এবং সাহেবের জুটিটা বেশ জনপ্রিয় হয়েছে দর্শকদের মাঝে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর