গোটা শরীর ভাসছে হাওয়ায়, তুমুল ভাইরাল সুস্মিতা সেনের ‘হট’ ওয়ার্কআউট

বাংলাহান্ট ডেস্ক: সুস্মিতা সেন (susmita sen) বলিউডে এখন ছবি না করলেও জনপ্রিয়তায় একেবারেই ভাঁটা পড়েনি এই বঙ্গ কন‍্যার। বরং যত দিন যাচ্ছে উত্তরোত্তর তা বৃদ্ধি পাচ্ছে। বছর ৪৪এর সুস্মিতা যেন ‘ওল্ড ওয়াইন’। বয়স যত বাড়ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে তাঁর গ্ল‍্যামার।

f6d8c 65c69e96 c36d 40c6 95de 8baf725aac4b
আর হবে নাই বা কেন, বয়স যতই বাড়ুক না তাকে তোয়াক্কা না করে এখনও নিয়মিত ভাবে শরীরচর্চা (gym) ও যোগাভ‍্যাস চালিয়ে যান অভিনেত্রী। তাঁর ইনস্টা হ‍্যান্ডেলে উঁকি মারলে পরিবার ও ঘুরতে যাওয়ার ছবি ছাড়া বাকি সবই শরীরচর্চার ছবি ও ভিডিও। এর পেছনে যে প্রতিদিন একটা লম্বা সময় ব‍্যয় করেন সুস্মিতা তা বলাই বাহুল‍্য।

https://www.instagram.com/p/B-cY3_SB-bd/?igshid=1432pgf3yrtj9

https://www.instagram.com/p/B8hYv8dhr0p/?igshid=vzvfl9fgdg38

এখন লকডাউনের জেরে সবাই বাড়িতেই রয়েছেন। বন্ধ রয়েছে সব জিম। তবে এর জন‍্য শরীরচর্চা বন্ধ হয়নি সুস্মিতার। তাঁর নিজের বাড়িতেই রয়েছে জিম ও সম্পূর্ণ ব‍্যবস্থা। সেখানেই লকডাউনের বিগত কিছুদিন ধরে যোগাভ‍্যাস ও শরীরচর্চা করছেন অভিনেত্রী। আর সেই সব ছবি নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে শেয়ারও করছেন।

https://www.instagram.com/p/B_AaT5alJNA/?igshid=gk9bg4wxvvuq

সম্প্রতি এমনই দুটি ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে শুধুমাত্র পায়ের পাতার ওপর ভর দিয়ে পুরো শরীরটাকে হাওয়ায় ভাসিয়ে রেখেছেন সুস্মিতা। একটুও নড়চড় হচ্ছে না ব‍্যালেন্সের। বলা বাহুল‍্য পোস্ট করতেই ভাইরাল হয়ে গিয়েছে ছবিগুলো। নেটিজেনরাও প্রশংসা করছেন অভিনেত্রীর।

https://www.instagram.com/p/B_C31NzhykZ/?igshid=mlazvf9udkg1

https://www.instagram.com/p/B_C5dcMBo-M/?igshid=1qa8gb2ix8e49

এর আগেও বয়ফ্রেন্ড রোহমান শলের সঙ্গে শরীরচর্চা করতে দেখা গিয়েছিল সুস্মিতাকে। তুমুল ভাইরাল হয়েছিল সেই ছবি। তবে রোহমানের সঙ্গে চুটিয়ে প্রেম করলেও এখনও বিয়ের কথা ভাবেননি অভিনেত্রী। দুই মেয়ের অভিভাবকের দায়িত্ব পালন করতেই বেশি ব‍্যস্ত তিনি।


Niranjana Nag

সম্পর্কিত খবর