উন্নাও কাণ্ড: কর্তব্যে গাফিলতির জন্য সাসপেন্ড হলেন সাত পুলিশকর্মী

বাংলা হান্ট ডেস্ক : ইতিমধ্যেই উন্নাও কাণ্ড নিয়ে উত্তাল হয়েছে দেশ। হায়দেরাবাদের রেশের মধ্যেই উন্নাও কাণ্ডে নয়া মোড়। নির্যাতিতাকে গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারা নিয়ে প্রতিবাদে উত্তাল হয়েছে উত্তপ্রদেশ। আর এরই মধ্যেই উন্নাও কাণ্ডে পুলিশি কর্তব্যের গাফিলতির জেরে সাসপেন্ড করা হল সাত পুলিশ আধিকারিককে।  জানা গিয়েছে, ধর্ষিতার মৃত্যু জন্য ওই ছয় অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার রাতে নির্যাতিতা তরুনী মারা যাওয়ার পর রবিবার উন্নাওয়ে নিজের বাড়ির কাছে সমাহিত করা হয় তাঁকে। তারপর থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছে উন্নাও। সমাহিত করার সময়ে বিক্ষোভে সামিল হয়েছিলেন বহু মানুষ। দোষীদের শাস্তির দাবিতে সকলেই সরব হয়েছেন। তবে নির্যাতিতার পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে পুলিশ কমিশনার মুকেশ মেশরাম।Unnao gangrape case

কিন্তু চাকরির আশ্বাস দেওয়া হলেও তরুনী যাতে সুবিচার পায় তার জন্য টানা প্রায় এক সপ্তাহ ধরে বিক্ষোভ চালাচ্ছে প্রতিবেশীরা।উল্লেখ্য, শুক্রবার নির্যাতিতা তরুনীর মৃত্যুর পর তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় উত্তরপ্রদেশের মন্ত্রীদের। রাজ্যের নিরাপত্তা নিয়ে যোগী সরকারকেও দোষারোপ করেছে কংগ্রেস। শনিবার উন্নাও এর নির্যাতিতা পরিবারকে ২৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করে।

এরসাথে সাথে সরকার ফাস্টট্র্যাক আদালতের গঠন করার কথা জানিয়েছে। রাজ্য সরকার নির্যাতিতার পরিবারে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর দেওয়ার কথাও ঘোষণা করেছে।নির্যাতিতার পিতা সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় বলেন, ‘আমার পরিবারকে একমাত্র একটি মেয়েই ছিল। যে সবসময় ন্যায় এর জন্য লড়াই করত, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠত। ও একাই পরিবারের সুরক্ষার জন্য কোমর বেঁধে দাঁড়িয়েছিল। ওর মৃত্যুর পর এবার আমাদের ন্যায় পাওয়ার আর কোন আশাই রইল না। এবার আমাদেরও জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হোক।”

ad

সম্পর্কিত খবর