বাংলাহান্ট ডেস্কঃ বাদল অধিবেশনের শেষ দিনে সংসদে হইহট্টগোল করেছিলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ দোলা সেন (dola sen) ও শান্তা ছেত্রী (shanta chhetri)। এবার সেই কর্মেরই সাজা পেলেন এই তৃণমূল সাংসদরা। সম্পূর্ণ শীতকালীন অধিবেশনের জন সাসপেন্ড করা হল দোলা সেন এবং শান্তা ছেত্রীকে।
এছাড়াও রাজ্যসভা থেকে আরও ১০ জন সাংসদকে এদিন সাসপেন্ড করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন- শিবসেনার প্রিয়ঙ্কা চতুর্বেদী ও অনিল দেসাই, কংগ্রেসের ফুলোদেবী নেতাম, ছায়া বর্মা, আর বোরা, রাজামণি পটেল, সৈয়দ নাসির হুসেন, অখিলেশ প্রসাদ সিংহ, সিপিএমের এলামারাম করিম।
জানা গিয়েছে, রাজ্যসভার চেয়ারম্যানের প্রতি নজিরবিহীন ভাবে অশ্রদ্ধা প্রদর্শন করা, দুর্ব্যবহার করা, ইচ্ছাকৃত ভাবে নিরাপত্তারক্ষীদের উপর আক্রমণ করা সহ একাধিক বিষয়ে অভিযোগ আনার পাশাপাশি সংসদের কাজে বাধাদান করা- এই সকল অভিযোগে সাংসদদের শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে।
এবিষয়ে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় জানান, ‘কোন নিয়ম না মেনেই, কাউকে কোন কথা বলার সুযোগ না দিয়েই, কোন কথা না বলেই তাঁদের সাসপেন্ড করা হয়েছে। এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে করা হয়েছে। কারো বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে, তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিৎ’।
প্রায় নজিরবিহীন সিদ্ধান্ত নিতে দেখা গেল। রাজ্যসভার ইতিহাসে এই সিদ্ধান্ত বলতে গেলে এই প্রথমবার নেওয়া হল। এবিষয়ে সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাদল অধিবেশনে বিশৃঙ্খল আচরণ করার কারণে এবং নিয়ম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে, এই ১২ জন সাংসদকে শীত অধিবেশনের বাকী অংশ থেকে সাসপেন্ড করা হচ্ছে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার