বাংলা হান্ট ডেস্কঃ দলের বিভিন্ন স্তরের মোট চার হাজার নেতা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবারের ওই ভার্চুয়াল বৈঠকে যোগ দিতে দেখা গিয়েছিল দলের সাসপেন্ড হওয়া নেতা তথা প্রাক্তন সংসদ ডা. শান্তনু সেনকে (Santanu Sen)। তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে দল থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি কিভাবে তৃণমূলের ওই হাই ভোল্টেজ মেগা বৈঠকে যোগ দিলেন?
সাসপেন্ড হওয়ার পরেও অভিষেকের ভার্চুয়াল বৈঠকে শান্তনু সেন (Santanu Sen)
প্রসঙ্গত দল থেকে সাসপেন্ড হওয়ার পরেও ওই ভার্চুয়াল বৈঠকে শান্তনু সেন (Santanu Sen) উপস্থিত থাকায় এই বিষয়ে ইতিমধ্যেই ব্যাপক চর্চা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। প্রশ্ন উঠছে সাসপেন্ড হওয়া ওই তৃণমূল নেতাকে কে বা কারা বা ওই বৈঠকের লিংক দিল তা নিয়েও। প্রসঙ্গত, সোমবার দুপুরে শান্তনু সেন নিজেই একাধিক সংবাদমাধ্যমে স্বীকার করে নিয়েছেন ওই বৈঠকে তাঁর উপস্থিতিতির কথা। জানিয়েছেন, দলের তরফেই নাকি লিংক পাঠানো হয়েছিল তাঁকে। এপ্রসঙ্গে সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করে শান্তনু বলেছেন, ‘দল না দিলে আমি কীভাবে লিংক পেলাম?’
উল্লেখ্য, গত বছরের আর জি কর আন্দোলনের সময় তীব্র নিন্দা করে সবার প্রথমে সরব হয়েছিলেন শান্তনু (Santanu Sen)। তারপরেই ধীরে ধীরে দলের সাথে দূরত্ব বাড়তে থাকে তাঁর। আর জি কর আন্দোলনে তাঁর ভূমিকা নিয়ে ব্যাপক অসন্তোষ প্রকাশ করে দল। দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৬ বছরের জন্য তাঁকে সাসপেন্ড করেছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
আরও পড়ুন: কেস ডায়েরি জমা করুন! রাজ্যকে নির্দেশ কলকাতা হাইকোর্টের, ২৪ মার্চ পরবর্তী শুনানি
তাই এহেন বহিস্কৃত নেতাকে অভিষেকের ভার্চুয়াল বৈঠকে হাজির হতে দেখে মাথাচাড়া দিচ্ছে বেশ কিছু প্রশ্ন। বলা হচ্ছে দলীয় নীতি ও নিয়ম মেনে সাসপেন্ড হওয়া কোনও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সির মতো নেতার উপস্থিতিতে দলের বৈঠকে যোগ দিতে পারেন না।
প্রশ্ন উঠছে, কোনও শীর্ষ নেতার ঘনিষ্ঠ ছিলেন বলেই কি শান্তনু এদিন তৃণমূলের ভারচুয়াল বৈঠকের লিংক পেলেন? নাকি তাঁর উপর থেকে সাসপেনশন প্রত্যাহার হতে পারে, এমন কোনও বার্তা পেয়ে ওই বৈঠকের লিংক পাঠানো হল? জানা যাচ্ছে, এ প্রসঙ্গে দলের তরফে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, ‘এখনও সাসপেনশন ওঠেনি। তবে আমি লিংক পাঠাইনি। যাদের পাঠানোর কথা, তারাই পাঠিয়েছে। এর বেশি আমি কিছু জানি না।’