‘আইপিএল কি বন্ধ করা উচিৎ’, জবাবে যা বললেন অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের সহঅধিনায়ক

বাংলা হান্ট ডেস্ক: বাংলা হান্ট ডেস্ক: কেউ পক্ষে মত দিচ্ছেন, কেউ বিপক্ষে। কেউ বলছেন আইপিএলকে আইপিএলের মতো করে চলতে দেওয়া উচিৎ, তো কেউ তুলে আনছেন দেশে করোনার ভয়াবহতার কথা। প্রশ্ন তাই উঠছেই, আইপিএল কি আসলে চলতে থাকা উচিৎ, নাকি আপাতত বন্ধ করে দেওয়া উচিৎ? ভারতে করোনা সংক্রমণ বাড়লেও আইপিএল বন্ধ করে দেওয়ার পক্ষে নন প্যাট কামিন্স।

কিছুদিন আগেই করোনা পরিস্থিতিতে ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন কামিন্স। ৫০ হাজার ডলার দান করে সকলের বাহবা কুড়িয়ে নেন কেকেআর তারকা। তবে কঠিন পরিস্থিতিতে জনগণের বিনোদনের সামান্য মাধ্যম হিসাবেই আইপিএলের পক্ষে সওয়াল করেছেন কামিন্স। তিনি বলেন, ‘আইপিএল বন্ধ করে দিলেই সব সমস্যা মিটে যাবে না। প্রতিদিন ৩-৪ ঘণ্টা খেলা দেখার জন্য হলেও মানুষ বাড়িতে থাকে। সারাদিনের শেষে একটু আনন্দ পান তাঁরা।  ’

প্রধানমন্ত্রীর তহবিলে দান করার বিষয়ে জিজ্ঞেস করা হলে কামিন্স বলেন,‘কলকাতা দলে কয়েকজনের সঙ্গে কথা হচ্ছিল। ওদের থেকেই এই তহবিলে দান করার ব্যাপারে জানতে পারি। শাহরুখ খান নিজেও এই তহবিলে দান করেছেন।অস্ট্রেলিয়ার মানুষও এই মুশকিল পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়াতে ইচ্ছুক এবং তাঁরা সকলে মিলে ভারতের পরিস্থিতি মোকাবিলায় আর্থিক সাহায্যের পরিকল্পনাও করছেন।’

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর