বাংলায় বড়সড় নাশকতার ছক বানচাল, দাদপুর থেকে গ্রেফতার এক আল কায়দা জঙ্গি

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বড় নাশকতার ছক কষা হচ্ছিল বাংলার জন্য। কিন্তু রাজ্য পুলিশের এসটিএফ সেই পরিকল্পনা ভেস্তে দিল এক আল-কায়েদা (Al Queda Terrorist) জঙ্গিকে গ্রেফতার করে। সন্দেহভাজন ওই জঙ্গিকে এসটিএফ গ্রেপ্তার করেছে দাদপুর (Daspur) থানা এলাকা থেকে। এই সন্দেহভাজনকে বহুদিন ধরেই পুলিশ খুঁজছিল।

কিন্তু তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না। সূত্রের খবর, ধৃত এই ব্যক্তিকে এখন তদন্তকারীরা দফায় দফায় জেরা করছেন। জঙ্গি সন্দেহে ধৃত এই ব্যক্তির নাম নাসিমুদ্দিন শেখ। নাসিমুদ্দিন শেখকে এসটিএফ গ্রেপ্তার করে সোমবার গভীর রাতে। তদন্তকারীদের (Special Tusk Force) কাছে খবর রয়েছে যে ধৃত ব্যক্তি আল-কায়েদার সাথে যুক্ত ছিল।

গ্রেফতার হওয়া এই ব্যক্তি খড়গ্রামের বাসিন্দা। তবে নাশকতার জাল বিস্তার করার জন্য সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। দাদপুরে সে সম্প্রতি এক আত্মীয়র বাড়িতে এসেছিল। এক বছর ধরে নাসিমুদ্দিন পুলিশের ভয় পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ হানা দেয় দাদপুরে। সেখান থেকেই এই সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তার হয়।

arrested

ধৃত ব্যক্তির থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু নথি। সেই নথি খতিয়ে দেখে তদন্তকারীরা ধারণা করছেন যে বাংলায় নাশকতার ছক কষা হচ্ছিল। ধারণা করা হচ্ছে এই নাশকতার ছকের পিছনে জড়িত রয়েছেন আরও ব্যক্তি। ধৃত এই ব্যক্তিকে আগামীকাল তোলা হবে বারাসাত আদালতে। এরপর বিচারকের নির্দেশমতো ব্যবস্থা নেওয়া হবে এই ব্যক্তির বিরুদ্ধে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X