বাংলা হান্ট ডেস্কঃ দিল্লী পুলিশ (Delhi Police) বুধবার সকালে সংসদ ভবনের (Sansad Bhavan) পাশে বিজয় চৌক থেকে এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। তাঁর কাছ থেকে একটি চিঠি উদ্ধার হয়েছে যেটি কোড ওয়ার্ডে লেখা ছিল। পুলিশ ওই সন্দেহভাজন যুবককে গ্রেফতার করে সংসদ মার্গ থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।
ওই যুবককে গ্রেফতার করার পর সংসদ ভবনের আশেপাশের সুরক্ষা বাড়িয়ে দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে যে, যেই যুবককে গ্রেফতার করা হয়েছে সে কাশ্মীরের বাসিন্দা। ওই ব্যাক্তি সংসদ ভবনের আশেপাশে সন্দেহজনক গতিবিধি চালাচ্ছিল। এরপর পুলিশ তাঁকে গ্রেফতার করে। পুলিশের এক আধিকারিক জানান, এখনো পর্যন্ত খোলসা করা বলা যাচ্ছে না যে তাঁর উদ্দেশ্য কি ছিল? তবে আমরা জিজ্ঞাসাবাদ চালাচ্ছি খুব শীঘ্রই তথ্য প্রকাশ করা হবে।
ধৃত যুবকের কাছ থেকে দুটি পরিচয় পত্র আধার কার্ড আর প্যান কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স উদ্ধার হয়েছে। দুটি পরিচয় পত্রে তাঁর নাম আলাদা। ড্রাইভিং লাইসেন্সে তাঁর নাম ফিরদোউস আর আধার কার্ডে নাম মঞ্জুর আহমেদ অজগর। পরিচয় পত্র দেখে তাঁকে বডগামের বাসিন্দা বলে ধরে নেওয়া হয়েছে।