গাড়ির দুনিয়ায় চমক দেখাচ্ছে এই SUV! মিলছে ৮৭০০০ টাকা ছাড়, পাত্তা পাবে না Tata,Maruti

বাংলাহান্ট ডেস্ক : ধনী ব্যক্তি হোক বা মধ্যবিত্ত আমরা সকলেই নিজের একটা  গাড়ি কেনার স্বপ্ন দেখে থাকি ।কিন্তু এই স্বপ্ন ধনী ব্যক্তিদের কাছে সফল হলেও মধ্যবিত্ত ফ্যামিলির জীবনে নানা ধরনের চড়াই উতরাইয়ের ফলে অনেক সময় গাড়ি কেনা সম্ভব হয়ে ওঠে না। আর সেই স্বপ্ন স্বপ্নই থেকে যায়। কিন্তু এবার সাধারণ মানুষদের জন্য SUV এনেছে সোনায় সোহাগা খবর।

জানা যাচ্ছে, সাধারণ মানুষের কথা মাথায় রেখে এবার এই SUV’তে এক ধাক্কায় 87000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অর্থাৎ Nissan MAGNITE SUV কেনার পরে, আপনি কর্পোরেট ডিসকাউন্ট, নগদ ছাড়, এক্সচেঞ্জ বোনাস এবং ফিনান্স অফার এর আকারে এই সুবিধা পেয়ে থাকবেন। শুধু তাই নয়, আপনার যদি  গাড়িটি ধারে কেনার ইচ্ছে থাকে সেক্ষেত্রেও কোম্পানি এই গাড়িটি খুব কম সুদে সরবরাহ করবে।

আরোও পড়ুন: নিকো পার্ক ঘোরার প্লান থাকলে সাবধান! উঠল সাংঘাতিক অভিযোগ

আপনার ন্যূনতম সুদের হার হবে  6.99 শতাংশ। MAGNITE কম্প্যাক্ট SUV-তে 87000 টাকার সুবিধা দেওয়ার পাশাপাশি  গোল্ড সার্ভিস প্যাকও দেওয়া হয়েছে। এই গাড়ির  দাম শুরু হচ্ছে 6 লক্ষ টাকা থেকে এবং 11 লক্ষ টাকা পর্যন্ত। ম্যাগনাইট 336 লিটার বুটস্পেস সরবরাহ করে। এমনকি গাড়িটি 5 সিটের। এছাড়া এটি দুটি পেট্রোল ইঞ্জিন বিকল্পের সাথে মিলবে। 

আরোও পড়ুন : গ্র্যামির মঞ্চে নজির গড়ল ভারত! পুরস্কৃত শঙ্কর, জাকির; বিজয়ী রাকেশ চৌরাসিয়াও

একটি 1.0-লিটার ন্যাচরালি এস্পিরিটেড এবং একটি 1.0-লিটার টার্বো-পেট্রোল।  এই গাড়িটি টার্বো-পেট্রোল ইঞ্জিনটি 100bhp এবং 160Nm টর্ক উৎপন্ন করে। এসইউভি ম্যানুয়াল, সিভিটি এবং এএমটি গিয়ারবক্স সহ তিনটি ট্রান্সমিশন বিকল্প সরবরাহ করে।  এমনকি  MAGNITE -এ প্রতি লিটারে 20 কিলোমিটার মাইলেজ পাওয়ার দাবি করা হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে।

এসইউভিতে ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সহ একটি 8 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং একটি 7 ইঞ্চি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। এছাড়াও এতে পুশ-বাটন স্টার্ট/স্টপ এবং রিয়ার ভেন্টের সাথে অটো এয়ার কন্ডিশনার , ওয়্যারলেস ফোন চার্জার, এয়ার পিউরিফায়ার, জেবিএল স্পিকার, অ্যাম্বিয়েন্ট লাইটিং এবং ফগ ল্যাম্পের মতো ফিচারও পাওয়া যাবে।

img 20240205 170840

মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে এতে রয়েছে ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, 360 ডিগ্রি ক্যামেরা, হিল-স্টার্ট অ্যাসিস্ট ও ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল (ইএসসি) এবং টায়ার প্রেসার সাইলেন্স।উল্লেখ্য , 1990-এর দশকের শেষের দিকে এবং 2000-এর দশকের গোড়ার দিকে, SUV-এর জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। তবে এবার মধ্যবিত্ত ফ্যামিলির কথা মাথায় রেখেই এই ধরনের সুযোগ-সুবিধা কোম্পানি দিচ্ছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর