‘গ্রেওয়ালকে টোপ খেলিয়ে আমার ভাইকে বিজেপিতে তুলতে চেয়েছিল’, শুভেন্দুকে বিস্ফোরক আক্রমণ মমতার

বাংলা হান্ট ডেস্ক : বিধানসভায় এদিন চাঞ্চল্যকর অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় (Mamata Banerjee)। নাম না করেই রীতিমতো আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। এদিন মমতা দাবি করেন, বালিগঞ্জে টাকা উদ্ধারের ঘটনায় ইডির নজরে থাকা ব্যাবসায়ী মনজিৎ গ্রেওয়ালের সাহায্যে মুখ্যমন্ত্রীর ভাই ও ভাইয়ের বউকে বিজেপিতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বিরোধী দলনেতা। বলেন, ‘ওঁরা বিজেপিতে না যাওয়ায় এত রাগ।’

সোমবার বিধানসভায় ভাষণ দেওয়ার সময় বিরোধী দলনেতাকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। প্রথমেই বলেন, ‘নাম নিতে চাই না।’ কিন্তু গোটা ভাষণ জুড়েই বিরোধী দলনেতার হিসেবে উল্লেখ করে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার মামলায় বালিগঞ্জে এক সংস্থার অফিসে হানা দিয়ে প্রায় দেড় কোটি টাকা উদ্ধার করে ইডি।

এরপরই এই মামলায় ব্যবসায়ী মনজিৎ গ্রেওয়ালকে দিল্লিতে তলবও করে কেন্দ্রীয় সংস্থা। সেই ব্যবসায়ীর সঙ্গে মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইয়ের ছবি পোস্ট করেছিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি, ওই ব্যবসায়ীর সঙ্গে মুখ্যমন্ত্রীর ভাইয়ের যোগ রয়েছে। এবার পালটা বিরোধী দলনেতাকেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী।

mamata suvendu

 

মমতা এদিন বলেন, ‘ছবি দেখাচ্ছে আমার সঙ্গে! এমন তো কত জায়গায় যাই। কত লোকের সঙ্গে ছবি আছে! সবাইকে প্রকাশ্যে এনে এভাবে অপমান করছে।’ তিনি দাবি, পরে জানতে পেরেছেন যে বিরোধী দলনেতা মনজিৎ গ্রেওয়ালের সাহায্যে মুখ্যমন্ত্রীর ভাই ও তাঁর বউকেও বিজেপিতে টানতে চেয়েছিলেন। কিন্তু সেটা না হওয়ায় এত রাগ বিরোধী দলনেতার। এমনই দাবি মুখ্যমন্ত্রীর।

এরপর মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, ‘একটা তদন্ত করুন ইডি, সিবিআই। যারা কমপ্লেন করছে তাদের কী কী আছে। কত পেট্রোল পাম্প, কত জাহাজ। আদার ব্যাপারী! তিনি নাকি আজ সাদা। বিজেপি করলেই ওয়াশিং মেশিন আর তৃণমূল করলেই চক্ষুশূল। আমি এটা মানি না।’

Sudipto

সম্পর্কিত খবর