মমতার গ্রেফতারি আটকেছে CPM, এসএসসি নিয়োগ দুর্নীতিতে এবার বড় দাবি শুভেন্দুর

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ওয়াকফ বিতর্কের মাঝেও এসএসসি নিয়োগ দুর্নীতির ঝাঁঝ পাওয়া যাচ্ছে। এই দুই ইস্যুতেই আপাতত রাজ্য রাজনীতি উত্তাল হয়ে রয়েছে। দীর্ঘদিনের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। যোগ্য অযোগ্য আলাদা করা না যাওয়ায় ২০১৬ র গোটা প্যানেলটাই বাতিল করেছে শীর্ষ আদালত, যার জেলা রাতারাতি চাকরি খুইয়ে বসেছেন ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা। চাকরি চুরির দায়ে গ্রেফতার হতে পারতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সিপিএম এর জন্য তাঁর গ্রেফতারি আটকে গেল বলে সম্প্রতি মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।

মমতার (Mamata Banerjee) গ্রেফতারির দাবিতে সরব হন শুভেন্দু

এসএসসি দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজারের চাকরি যাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তাঁর মন্ত্রিসভার গ্রেফতারি দাবি করেছিলেন বিরোধী দলনেতা। এসএসসিতে নিয়োগের জন্য প্রায় ছয় হাজার সুপারনিউমেরারি পদ তৈরি করা হয়েছিল মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটের তরফে। তার উপরেও জারি হয়েছে সুপ্রিম নিষেধাজ্ঞা। এমতাবস্থায় জোড়া নাকি মুখ্যমন্ত্রীর গ্রেফতার হওয়া অবশ্যম্ভাবী ছিল বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। কিন্তু সিপিএমের জন্য তা সম্ভব হল না।

Suvendu accused cpm prevented mamata banerjee arrest

সিপিএমের বিরুদ্ধে অভিযোগ শুভেন্দুর: সম্প্রতি ওয়াকফ বিতর্ক এবং চাকরি বাতিলের জোড়া ফলায় রাজ্য জুড়ে তৈরি হয়েছে বিক্ষোভ পরিস্থিতি। বিজেপিও পথে নেমেছে প্রতিবাদে। সম্প্রতি এমনই এক কর্মসূচির ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) গ্রেফতার হওয়া ছিল সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু সিপিএমের জন্য তিনি এ যাত্রা রেহাই পেয়ে গেলেন। কীভাবে?

আরো পড়ুন : মুখটাই বিগড়ে গিয়েছে, ফের ট্রোলড মৌনি, কতবার প্লাস্টিক সার্জারি করিয়েছেন অভিনেত্রী?

কী দাবি করলেন: বিরোধী দলনেতা বলেন, ‘১৯৯৭ সালের স্কুল সার্ভিস কমিশনে গোপনে একটি আইন রেখেছিল ওরা। তা দেখিয়েই এবারে গ্রেফতারি এড়িয়েছেন তিনি। নয়তো ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল সেটাই বজায় থাকত’। উল্লেখ্য, এর আগে রাজ্য মন্ত্রিসভার সুপার নিউমেরারি পদ তৈরির মামলায় কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল, মন্ত্রিসভার সদস্য চাইলে সিবিআই নিজের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। কিন্তু পরে সুপ্রিম কোর্ট সেই রায়ে স্থগিতাদেশ চাপায়। আগামী মঙ্গলবার ফের শুনানি রয়েছে হাইকোর্টে।

আরো পড়ুন : অশান্তির জেরে গ্রেফতার ১৫০, টহল দিচ্ছে আধাসেনা, আজ কেমন আছে সামশেরগঞ্জ-ধুলিয়ান?

প্রসঙ্গত, এর আগে এসএসসি মামলায় চাকরি বাতিলের জন্য মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এবং তাঁর মন্ত্রিসভাকে কাঠগড়ায় তুলে গ্রেফতারি দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেছিলেন, ‘শুধু মুখ্যমন্ত্রীর পদত্যাগ নয়, তাও ক্যাবিনেটও যাতে জেলে যায়। ২৬ হাজার যুবক যুবতী বিনা দোষে, কারোর যোগ্যতা থাকা সত্ত্বেও যেভাবে পথে বসলেন, তাঁদের যিনি পথে বসালেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ক্যাবিনেটের গ্রেফতারি চাই’।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X