বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের দুয়ারে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote)। হাতে মাত্র তিনদিনের সময়। বর্তমানে শেষ মুহূর্তের প্রচার ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। চলছে শাসক-বিরোধীদের সভা-জনসভা। আর তার সাথে পাল্লা দিয়ে চলছে হুঁশিয়ারি, অভিযোগ পাল্টা-অভিযোগ। মঙ্গলবার নদিয়ার ফুলিয়ায় সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে থেকে ‘ডিয়ার লটারি’ ইস্যুতে সুর চড়ান নন্দীগ্রামের বিধায়ক। তারপর পেরোয়নি ২৪ ঘন্টাও। এরই মধ্যে বুধবার কাঁথির (Contai) সভা থেকে সেই ‘ডিয়ার লটারি’ (Dear Lottery) নিয়েই জোড়ালো আক্রমণ শুভেন্দুর।
আজ কী বললেন? তৃণমূলকে জোর বিঁধে শুভেন্দু বলেন, “পশ্চিমববঙ্গের অবস্থা খুব খারাপ। সব জায়গাতে ডিয়ার লটারি। আপনারা অনেকে কাটছেন। ভাইপো লটারি! এখন রাজ্যে চলছে ভাইপো লটারি। কেও পাবেননা কোটি টাকা। তবে কেষ্ট মণ্ডল পেয়ে গিয়েছে। তার মেয়েও পেয়ে গিয়েছে। গোটা পশ্চিমবঙ্গে শুধু চুরি চুরি আর চুরি।”
এর পাশাপাশি নিজের গড়ে দাঁড়িয়ে আরও একাধিক ইস্যুতে আজ ফের রাজ্যকে জোর আক্রমণ করেন নন্দীগ্রামের বিধায়ক। প্রসঙ্গত, গতকালও ভরা সভায় শুভেন্দুর গলায় উঠে এসেছিল এই ‘লটারি’ ইস্যু। কাল অবশ্য বিরোধী দলনেতার তীরের নিশানায় ছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
গতকাল কী বলেছিলেন? মঙ্গলবার নদিয়ার ফুলিয়া থেকে শুভেন্দু বলেন, “মমতার লক্ষীর ভাণ্ডারের সব টাকাই চলে যায় ডিয়ার লটারিতে। ভাইপো লটারি। পাড়ায় পাড়ায় লটারির দোকান। মানুষ কোটি টাকার লোভে লটারি কাটছে আর সব যাচ্ছে ভাইপোর বাড়িতে। লটারির টাকা যাচ্ছে ভাইপোর পকেটে।”
প্রসঙ্গত, আজ বা কাল থেকে নয়! বিহুদিন ধরেই শাসকদলের বিরুদ্ধে ‘লটারি দুর্নীতি’র অভিযোগ তুলে আসছেন শুভেন্দু। পূর্বে তৃণমূলের ‘নবজোয়ার’ কর্মসূচির সময় অভিষেককে একহাত নিয়ে তিনি বলেছিলেন, ‘ গোটা নবজোয়ার কর্মসূচির টাকার জোগাচ্ছে ডিয়ার লটারি’। এরপর কিছুদিন বন্ধ থাকলেও পঞ্চায়েত ভোটের আবহে গতকাল থেকে শুভেন্দুর মুখে ঘুরে ফিরে সেই ‘লটারি’ ইস্যু। আর এই নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে গোটা রাজনৈতিক মহলে।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা