”আমাদের ভাতা নয়, ওদের বেতন বাড়ান” বিধায়কদের ৪০ হাজার বেতন বাড়তেই গর্জে উঠলেন শুভেন্দু

বাংলাহান্ট ডেস্ক : মুখ্যমন্ত্রী পুজোর আগে ঘোষণা করেছেন রাজ্যের বিধায়কদের ভাতা বৃদ্ধির। এক ধাক্কায় বিধায়কদের বেতন বেড়েছে চল্লিশ হাজার টাকা। এতদিন পর্যন্ত বিধায়কদের মাসিক বেতন ছিল দশ হাজার টাকা। এবার থেকে তা বৃদ্ধি পেয়ে দাঁড়াবে পঞ্চাশ হাজার টাকায়। রাজ্যের পূর্ণ মন্ত্রীরা এবার থেকে মাসিক দেড় লক্ষ টাকা বেতন পাবেন।

বেতন বৃদ্ধি পেয়ে ১ লক্ষ ২১ হাজার টাকা হয়েছে প্রতিমন্ত্রীদের। কিন্তু বিজেপি বিধায়করা নিতে রাজি নন এই বর্ধিত ভাতা। আজ রাজভবনে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, “আমরা চাই না বাড়তি ভাতা।” বাংলা দিবস প্রতি বছর ১লা বৈশাখের দিন পালন হবে, এই প্রস্তাব বিধানসভায় বৃহস্পতিবার পাশ হয়। রাজ্যের এই প্রস্তাবে ১৬৭-৬২ ভোট পড়েছে।

আরোও পড়ুন : শোধ করেননি বাড়ি ভাড়ার ৮৫ লক্ষ টাকা! তৃণমূল সাংসদ মহুয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সজল ঘোষের

এরপর আগের ঘোষণা অনুযায়ী রাজভবনে যায় বিরোধীদল বিজেপি (Bharatiya Janata Party)। রাজভবনে রাজ্যপালের কাছে শুভেন্দু সহ বিজেপি বিধায়করা আর্জি জানান, বাংলা দিবসের ব্যাপারটি রাজ্যর তরফ থেকে পাঠানো হলে রাজ্যপাল যেন সই না করেন। এরপর রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী।

সাংবাদিকদের পক্ষ থেকে বিধায়কদের বেতন বৃদ্ধির ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “আমরা বহুদিন ধরে বলে আসছি সম কাজের সমবেতন নীতি করা হোক আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ারদের। ৫০০,১০০০ টাকা ভাগাভাগি না করে সব মহিলাদের প্রতি মাসে ২ হাজার টাকা করে দেওয়া হোক। এইসব কাজ করা হোক বাড়তি বেতন দিয়ে। আমরা বর্ধিত ভাতা চাই না।”

আরোও পড়ুন : প্রতিটি স্টেশনে এবার থেকে দেখতে পাবেন এই ছবি! লোকালের যাত্রীদের জন্য নেওয়া হল বড় উদ্যোগ

প্রসঙ্গত, এর আগে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা বলেছিলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে লক্ষীর ভান্ডারের ভাতা মাসিক ২০০০ টাকা করা হবে। আজ রাজভবনের সামনে দাঁড়িয়ে বিরোধী দলনেতা বললেন বিধায়কদের বর্ধিত বেতন দিয়ে যেন মহিলাদের মাসিক ২০০০ টাকা করে দেওয়া হয়।

suvendu on salary hiek

এবার রাজনৈতিক মহলের প্রশ্ন, শুভেন্দু অধিকারীর মতামত কি বিজেপির অন্যান্য নেতারাও মেনে নিয়েছেন? নাকি এই মতামত একান্তই শুভেন্দুর ব্যক্তিগত? তবে, শুভেন্দুর এই মন্তব্য যে লোকসভা ভোটের আগে প্রভাব ফেলবে তার বলাই বাহুল্য। সব মিলিয়ে, বঙ্গ রাজনীতিতে বেতন বৃদ্ধি নিয়ে চর্চা চলছে তুঙ্গে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর