বাংলা হান্ট ডেস্কঃ একদা একদলের অংশ ছিলেন। আজ অবশ্য প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একুশের বিধানসভা নির্বাচনের আগে দলবদল করেন নন্দীগ্রামের বর্তমান বিধায়ক। এরপর খোদ মমতাকে হারিয়ে জয়লাভ করেন তিনি। আজ বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে মুখোমুখি হলেন দু’জনে।
‘যাবি না?’ শুভেন্দুকে প্রশ্ন করলেন মমতা (Mamata Banerjee)
সোমবার থেকে বাজেট অধিবেশন শুরু হল। রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণের মাধ্যমে তার সূচনা করা হয়। নির্ধারিত সময়ের আগেই বিধানসভায় (West Bengal Assembly) পৌঁছে যান রাজ্যপাল বোস। তাঁকে স্বাগত জানাতে মুখ্যমন্ত্রী বিধানসভা কক্ষ থেকে বেরনোর সময় শুভেন্দুর মুখোমুখি হন।
জানা যাচ্ছে, মমতা যখন বিধানসভা কক্ষ থেকে বেরোচ্ছিলেন, সেই সময় সেখানে প্রবেশ করছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী তাঁকে জিজ্ঞেস করেন, রাজ্যপালকে স্বাগত জানাতে যাবেন কিনা। মমতা জানতে চান, ‘যাবি না?’
আরও পড়ুনঃ সব আশায় জল! DA বৃদ্ধি নিয়ে নয়া আপডেট! মাথায় হাত সরকারি কর্মীদের
উত্তরে নন্দীগ্রামের বিধায়ক জানিয়ে দেন, তিনি যাবেন না। সেই সময় মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেখিয়ে শুভেন্দু বলেন, ‘এটা তো ওঁর কাজ। প্রোটোকল সেটাই বলে’।
যদিও এই প্রথম নয়, অতীতেও একাধিকবার মুখোমুখি হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতার ঘরে গিয়েও কথা বলেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। আজ রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে ফের একবার মুখোমুখি হলেন দু’জনে।
এদিকে আজ প্রথা অনুযায়ী রাজ্যপালের ভাষণের মাধ্যমে বাজেট অধিবেশন শুরু হয়। শুভেন্দু অধিকারী দাবি করেন, রাজ্যের তরফ থেকে যে ভাষণ লিখে দেওয়া হয়েছিল সেটা পাঠ করেননি রাজ্যপাল বোস। সেখানে কেন্দ্রের সমালোচনা ছিল বলে দাবি করেন তিনি। পরবর্তীতে রাজ্য নতুন করে ভাষণ লিখে দেয় বলে দাবি করেন বিরোধী দলনেতা।