রেখা পাত্রকে ‘মাল’ বলে বিপাকে ফিরহাদ! তীব্র নিন্দা সুকান্ত-শুভেন্দুর 

বাংলা হান্ট ডেস্ক : সন্দেশখালি থেকে আরজিকর মাঝে ব্যবধান শুধু কয়েকটা মাসের। রাজ্যজুড়ে ক্রমাগত বেড়েই চলেছে নারী নির্তনের মতো অপরাধমুলক ঘটনা। নারী নিগ্রহের অভিযোগ উঠছে খোদ নেতা মন্ত্রীদের বিরুদ্ধেও। এবার সন্দেশখালি রেখা পাত্র কে কুরুচিকর ভাষায় কটাক্ষ করে বিতর্কে জড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য

ফিরহাদ হাকিমের (Firhad Hakim) সমালোচনায় সরব সুকান্ত-শুভেন্দু

একজন মহিলা সম্পর্কে অত্যন্ত নিম্ন রুচির শব্দ ব্যবহার করায় ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) নিয়ে এই মুহূর্তে তোলপাড় গোটা রাজ্য-রাজনীতি। ববি হাকিমকে নিয়ে বিতর্ক তৈরী হতেই কড়া ভাষায় তাঁকে তীব্র আক্রমণ শোনালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লোকসভা নির্বাচনে সন্দেশখালির বিজেপি প্রার্থী রেখা পাত্রের উদ্দেশ্যে এমন কুরুচিকর মন্তব্যের জন্য ফিরহাদের (Firhad Hakim) বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন শুভেন্দু।

এদিন তিনি জাতীয় মহিলা কমিশনকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছেন, ‘শুধু একজন মহিলাকে নয়, পৌণ্ড্র ক্ষত্রিয় জনজাতিকেও অপমান করা হয়েছে।’ এই পোস্টে জাতীয় তফসিলি জাতি জনজাতি কমিশনেকেও ট্যাগ করেছেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন : গাড়ির লাইসেন্স নিয়ে বিরাট রায় দিল সুপ্রিম কোর্ট! বেঁধে দেওয়া হল শর্ত

প্রসঙ্গত বুধবার হাড়োয়ায় দলীয় প্রার্থী শেখ রবিউল ইসলামের সমর্থনে প্রচারে গিয়েছিলেন ববি হাকিম। অভিযোগসেখানে গিয়েই লোকসভা নির্বাচনে সন্দেশখালির বিজেপি প্রার্থী রেখা পাত্রকে কটাক্ষ করতে গিয়ে তাঁকে ‘মাল’ বলে বেফাঁস মন্তব্য করেন কলকাতার মেয়র ফিরহাদ। বাংলা হান্টের তরফে এদিন ফিরহাদ হাকিমের মন্তব্য প্রসঙ্গে সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হয়েছিল। 

এদিন জবাবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘ববি হাকিম যে সংস্কৃতির লোক সেই সংস্কৃতিতে তো ‘মাল’ই বলবে মহিলাদের।’ প্রসঙ্গে মুখ খুলেছেন খোদ রেখা পাত্রও। তিনি বলেছেন, ‘আমাকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে, সেটা খুবই নিন্দনীয়। আমার মতো খেটে খাওয়া পরিবারের মেয়েকে যে ভাষায়  অপমান করা হয়েছে, সেটা আসলে গোটা সন্দেশখালির মা-বোনেদের অপমান।’


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর