বুধে দিঘা বনাম মুর্শিদাবাদ! অক্ষয় তৃতীয়াতেই রাজ্যে বড় কর্মসূচীর ঘোষণা শুভেন্দুর

Published On:

বাংলাহান্ট ডেস্ক : একদিকে দিঘা, অন্যদিকে মুর্শিদাবাদ, অক্ষয় তৃতীয়ার দিন এই দুই জায়গাতেই নজর থাকবে গোটা বাংলার। আগামী বুধবার অক্ষয় তৃতীয়ার পুণ্যদিনে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই একই দিনে মুর্শিদাবাদেও ক্ষতিগ্রস্ত হিন্দু মন্দির সংষ্কারের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্য সরকারের কোনো রকম সাহায্য ছাড়াই মন্দির সংষ্কার করবেন বলে ডাক দিয়েছেন তিনি।

বুধবারেই মুর্শিদাবাদে হিন্দু মন্দির সংষ্কারের ঘোষণা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)

এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা লিখেছেন, ‘পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী, আগামী ৩০শে এপ্রিল, ২০২৫, অক্ষয় তৃতীয়ার শুভ দিনে, আমরা মুর্শিদাবাদ জেলার জেহাদিদের আক্রমণে ক্ষতিগ্রস্ত হিন্দু মন্দিরগুলির পুনর্নির্মাণ ও সংস্কার প্রক্রিয়া শুরু করব। বর্তমানে এই মন্দিরগুলি জেহাদিদের ঘৃণ্য, নিন্দনীয় এবং বর্বরোচিত আক্রমণের চিহ্ন বহন করছে।’

Suvendu adhikari announced murshidabad temple renovation on Wednesday

সরকারের থেকে নেবেন না সাহায্য: তিনি আরো যোগ করেছেন, ‘সমস্ত সনাতনী ধর্মীয় আচার-অনুষ্ঠান যথাযথভাবে পালন করে শুদ্ধিকরণ’ এবং সংস্কার প্রক্রিয়া করা হবে। হিন্দু-বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছ থেকে কোনো আর্থিক সাহায্য গ্রহণ করা হবে না। আমি পুনরায় বলছি, সমস্ত খরচ হিন্দুরা নিজেরাই বহন করবে। মুর্শিদাবাদের হিন্দুদের তাঁদের গ্রামের ও পাড়ার মন্দিরে পুজো করার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এই মন্দিরগুলি আমাদের তীর্থস্থানের মতোই গুরুত্বপূর্ণ। হিন্দু হিন্দু ভাই ভাই’।

আরো পড়ুন : ‘আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হবে দিঘা’, জগন্নাথের মন্দির ঘিরে হাজারো স্বপ্ন! উদ্বোধনের আগেই বড় কথা মমতার

জগন্নাথ মন্দির উদ্বোধনের আমন্ত্রণ পেয়েছেন: এদিকে জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে সোমবারেই দিঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তাঁর প্রশাসনিক কর্তাব্যক্তিরা। জল্পনার অবসান ঘটিয়ে বিরোধী দলনেতাকে আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন হিডকোর ভাইস চেয়ারম্যান। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেই চিঠি শেয়ার করে পাঁচটি প্রশ্নের মাধ্যমে আবারও বিতর্ক উসকে দিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

আরো পড়ুন : ‘বলার সুযোগ দিন’, আদালতে ‘ঝড়’ তুললেন কল্যাণ, কোন মামলায়?

বিরোধী দলনেতা প্রশ্ন তুলেছেন, দিঘায় জগন্নাথ মন্দির নাকি হিডকোর সাংষ্কৃতিক কেন্দ্রের উদ্বোধন হচ্ছে? হিডকোর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। তবু তাঁর নামে আমন্ত্রণপত্র ছাপানো হল না কেন? এটা কি উদ্দেশ্যপ্রণোদিতভাবে হিন্দুদের ভুল বোঝানোর চেষ্টা? তিনি আরো প্রশ্ন করেছেন, ভবিষ্যতে এই মন্দির থেকে যে অনুদান পাওয়া যাবে তা মন্দিরের সম্পত্তি হিসেবে গণ্য হবে নাকি হিডকোর আয় হিসেবে দেখা হবে? শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আরো দুটি প্রশ্ন তুলে দিয়েছেন, আগামীতে কর্মী নিয়োগের দায়িত্ব কার হাতে থাকবে এবং অহিন্দুরাও কি নিয়োগ পাবেন? আর যেহেতু প্রচার করা হচ্ছে যে পুরীর মন্দিরের আদলে দিঘার মন্দিরও তৈরি হয়েছে, সেক্ষেত্রে কি পুরীর নিয়ম মতো এখানেও অন্য ধর্মাবলম্বীদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে? শেষে তিনি এও লিখে দিয়েছেন, বুধবার হিন্দু ছাড়া অন্য কেউ ক্যাম্পাসে ঢুকলে তাঁর ছবি মার্ক করে সোশ্যাল মিডিয়ায় ছাড়বেন তিনি।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X