গীতা পাঠ থেকে চিন্ময় কৃষ্ণের জন্য প্রার্থনা, জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনই সনাতনী সম্মেলনের ঘোষণা শুভেন্দুর

Published On:

বাংলাহান্ট ডেস্ক : মাসের শেষে অক্ষয় তৃতীয়াতেই দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দীঘায় এই মন্দিরের উদ্বোধন নিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে স্থানীয়দের। এদিকে উদ্বোধনের দিনই কাঁথিতে সনাতনী সম্মেলনের মাধ্যমে মমতাকে ‘বয়কট’এর ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনই বড় ঘোষণা শুভেন্দুর (Suvendu Adhikari)

দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন নিয়ে চাপানউতোর পর্ব চলছে রাজনৈতিক মহলে। এই মন্দিরের উদ্বোধন নিয়ে মুখ্যমন্ত্রীকে সম্প্রতি কটাক্ষ শানান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে কোটি কোটি টাকার টেন্ডার হয়েছে। শুভেন্দু বলেন, মন্দির উদ্বোধনে কোটি কোটির টাকা ফের আত্মসাৎ করতে চলেছে তৃণমূল। উজ্জ্বল সিনা টেন্ডার পেয়েছে। তাঁর কাছে লিস্ট আছে বলেও দাবি করেন শুভেন্দু (Suvendu Adhikari)।

Suvendu adhikari announced special program on jagannath temple inauguration day

কী বললেন শুভেন্দু: এরপরেই বিরোধী দলনেতা ঘোষণা করেন, অক্ষয় তৃতীয়ার দিনই সনাতনী সম্মেলন করবেন তিনি। সেই উপলক্ষে রাজ্যে ৫০০ র-ও বেশি সাধু সমাগম হবে। সকাল থেকে সারাদিন ধরে হোম যজ্ঞ, ভাগবত কথা, গীতা পাঠ হবে। পাশাপাশি মুর্শিদাবাদের আক্রান্তদের জন্য প্রার্থনা, বাংলাদেশের চিন্ময় প্রভুর জন্য প্রার্থনা হবে বলেও জানিয়েছেন তিনি।

আরো পড়ুন : মহিলা কমরেডকে চূড়ান্ত অশ্লীল ইঙ্গিত! গুরুতর অভিযোগের মুখে সিপিএম নেতা বংশগোপাল চৌধুরী

মমতা বয়কটের ডাক: শুভেন্দু (Suvendu Adhikari) আরো বলেন, সব গ্রামে গ্রামে সনাতনী ধ্বজা লাগানো হবে। সকাল নটা থেকে শুরু হবে অনুষ্ঠান। কোনো রাজনৈতিক পতাকা থাকবে না। তবে মন্দির উদ্বোধনের দিনই কাঁথিতে সনাতন সম্মেলনের ডাক দিয়ে মমতাকে বয়কটের দাবি জানালেন তিনি। পাশাপাশি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকেও কটাক্ষ করেছেন তিনি! ফিরহাদের বিষয়ে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ৭৫ শতাংশ মুসলিম ভোটার এলাকায় তিনি জিতেছেন। কোনো হিন্দু ভোটারের এলাকায় দাঁড়িয়ে জিতে দেখাক বলে প্রচ্ছন্ন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন : ত্যাগ করতে চান ‘খান’ পদবী, বাবার পরিচয় রাখবেন না ইরফান-পুত্র বাবিল?

প্রসঙ্গত, অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির। তার ঠিক একদিন আগে ১৯ তারিখ প্রাণ প্রতিষ্ঠা হবে বিগ্রহে। অক্ষয় তৃতীয়ার দিন দুপুর আড়াইটে নাগাদ মন্দিরের উদ্বোধন হবে আর তিনটের খানিক পরে হবে দ্বারোদ্ঘাটন।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X