বাংলা হান্ট ডেস্কঃ নবান্ন অভিযান ঘিরে তুলকালাম রাজ্য রাজনীতি। আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ রাজপথে নামার ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সংগঠন। এই মিছিল কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে কলকাতা, হাওড়ার নানান অংশ। এর মাঝেই এই কর্মসূচির আহ্বায়ক ছাত্র সমাজের ৪ জন নেতাকে গ্রেফতার করার কথা ঘোষণা করেছে পুলিশ। এবার তাঁদের পাশে দাঁড়িয়ে বিরাট ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
নবান্ন অভিযানে ধৃতদের পাশে দাঁড়িয়ে কী ঘোষণা করলেন শুভেন্দু (Suvendu Adhikari)?
জানা যাচ্ছে, নবান্ন অভিযানের (Nabanna Abhijan) আগের রাত থেকেই ‘নিখোঁজ’ হয়ে যান আহ্বায়ক ছাত্র সমাজের ৪ জন নেতা। এরপর পুলিশের তরফ থেকে জানানো হয়, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওই ৪ জনকে অ্যারেস্ট করা হয়েছে। উল্লেখ্য, নবান্ন অভিযানে অশান্তি হতে পারে এই আশঙ্কা আগেই করেছিল পুলিশ। এবার নেতাদের গ্রেফতারির কথা জানাতেই তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।
এদিন সকালে বিধানসভায় যাওয়ার সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, ‘অন্তত ১০০ জনকে গ্রেফতার করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। আমি তাঁদের ছাড়াব। যা যা আইনি ব্যবস্থা নিতে হবে, এর জন্য যত খরচ হবে সবটাই আমরা বহন করব’।
আরও পড়ুনঃ নবান্ন অভিযানে তুলকালাম! হাওড়া ব্রিজে ভাঙল ব্যারিকেড, আহত ১ পুলিশকর্মী
নবান্ন অভিযানে বাইরে থেকে সমর্থনের কথা আগেই ঘোষণা করেছিলেন শুভেন্দু। এবার ৪ জন নেতা গ্রেফতার হতেই আইনি সাহায্যের কথা ঘোষণা করলেন তিনি। বিজেপি (BJP) বিধায়ক জানান, আজ তাঁর আইনজীবীরা কলকাতা হাইকোর্টে ‘মমতা পুলিশ’এর বিরুদ্ধে একটি মামলা করবে। বিশেষত কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী এবং রাজ্যপুলিশের ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে করা হবে।
শুভেন্দুর (Suvendu Adhikari) দাবি, রাজ্য সরকারের তরফ থেকে আজ ৪-৫ কোটি টাকা খরচ করা হয়েছে। নবান্ন অভিযানের আগে পুলিশের ধরপাকড় থেকে শুরু করে গার্ডেনরিচ থেকে কন্টেনার এনে দ্বিতীয় হুগলি সেতুতে রাখা, কিছুই বাদ যায়নি বলে দাবি করেছেন তিনি।