বাংলা হান্ট ডেস্কঃ ওয়াকফ (Waqf) আইন এখনও হটস্পট মুর্শিদাবাদ (Murshidabad)! এরই মধ্যে মুর্শিদাবাদের ধুলিয়ানে যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার মামলাটি গ্রহণ করেছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে এদিন শুভেন্দুর আর্জির বিষয়ে কোনও পদক্ষেপ করল না বিচারপতি ঘোষের একক বেঞ্চ।
আটকে গেল শুভেন্দুর মুর্শিদাবাদ যাত্রা!
এদিন শুভেন্দুর আবেদনের পাল্টা মুর্শিদাবাদের পরিস্থিতির বর্ণনা করে বিরোধী দলনেতার ওই স্থানে যাওয়ার তীব্র বিরোধিতা করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। আদালতে কল্যাণের সওয়াল, প্রধান বিচারপতির এজলাসে মামলাটি রয়েছে। বৃহস্পতিবার ওই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা। এরপরই শুভেন্দুর আর্জিতে হস্তক্ষেপ করল না একক বেঞ্চ।
বিচারপতি ঘোষ জানিয়ে দেন, তিনি এই মামলায় কোনও হস্তক্ষেপ করবেন না। বিরোধী দোনেতাকে ডিভিশন বেঞ্চের নির্দেশের অপেক্ষা করতে হবে। এদিন আদালতে কল্যাণের সওয়াল মুর্শিদাবাদের (Murshidabad Incident) অশান্ত এলাকায় এই মুহূর্তে শুভেন্দু গেলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে।
বিরোধী দলনেতার আইনজীবীর বক্তব্য, অন্য দলের নেতা-নেত্রীরা যেখানে ধুলিয়ানে গিয়েছেন সেখানে বিধানসভার বিরোধী দলনেতাকে অনুমতি দেওয়া হচ্ছে না। পুলিশের কাছে আবেদন করা হলেও অনুমতি মেলেনি। তবে জাস্টিস ঘোষ এই বিষয়ে হস্তক্ষেপ করেননি।
প্রসঙ্গত, ওয়াকফ আইনের বিরোধিতায় রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদের একাধিক এলাকা। হটস্পটে পরিণত হয় মুর্শিদাবাদের সুতি, সামসেরগঞ্জ, ধুলিয়ান।
গোলমাল, হিংসার জেরে মুর্শিদাবাদের একাধিক এলাকার পরিস্থিতি এতটাই বেসামাল হয়ে ওঠে যে অ্যাকশনে নামে পুলিশ বিএসএফ। এরই মধ্যে শনিবার পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠলে জরুরি ভিত্তিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদে নামানো হয় আধাসেনা।
আরও পড়ুন: ‘ভূগোল বিশেষজ্ঞ, ব্যর্থ মুখ্যমন্ত্রী’! শ্রীলঙ্কাকে পশ্চিমবঙ্গের পড়শি বলতেই মমতাকে আক্রমণ সুকান্তর
এখনও পর্যন্ত হিংসার জেরে চলে গিয়েছে ৩জনের প্রাণ। ঘরছাড়া বহু পরিবার। বর্তমানে সেখানের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম। যদিও বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে আসছে এখনও। বুধেও কিছু জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মেলে।