ওয়াকফ ইস্যুতে ধুন্ধুমার! এরই মধ্যে ধুলিয়ানে যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ওয়াকফ (Waqf) ইস্যুতে উত্তপ্ত মুর্শিদাবাদ (Murshidabad)! এখনও পুরোপুরি শান্তি ফেরেনি। এরই মধ্যে মুর্শিদাবাদের ধুলিয়ানে যেতে চেয়ে পুলিশের অনুমতি চেয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কিন্তু পুলিশি অনুমতি মেলেনি। এই পরিস্থিতিতে ধুলিয়ান যাওয়ার অনুমতি প্রার্থনা করে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন বিজেপি বিধায়ক।

হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু | Calcutta High Court

সূত্রের খবর, বুধবার দুপুরে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুভেন্দুর আবেদনের শুনানির সম্ভাবনা। বিরোধী দলনেতার আইনজীবীর বক্তব্য, অন্য দলের নেতা-নেত্রীরা যেখানে ধুলিয়ানে গিয়েছেন সেখানে বিধানসভার বিরোধী দলনেতাকে অনুমতি দেওয়া হচ্ছে না। পুলিশের কাছে আবেদন করা হলেও অনুমতি মেলেনি।

এবার শুভেন্দুর আবেদনের ভিত্তিতে হাইকোর্ট কী নির্দেশ দেয় সেই দিকে নজর রয়েছে সকলের। আজ দুপুরেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুভেন্দুর আবেদনের শুনানি। প্রসঙ্গত, ওয়াকফ আইনের বিরোধিতায় রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদের একাধিক এলাকা। হটস্পটে পরিণত হয় মুর্শিদাবাদের সুতি, সামসেরগঞ্জ, ধুলিয়ান।

গোলমাল, হিংসার জেরে মুর্শিদাবাদের একাধিক এলাকার পরিস্থিতি এতটাই বেসামাল হয়ে ওঠে যে অ্যাকশনে নামে পুলিশ বিএসএফ। এরই মধ্যে শনিবার পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠলে জরুরি ভিত্তিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদে নামানো হয় আধাসেনা।

Calcutta High Court Justice Tirthankar Ghosh wrote judgement with mobile phone light

আরও পড়ুন: আইন শিক্ষায় এবার জুড়বে রামায়ণ, মহাভারত, গীতা? বড় মন্তব্য় সুপ্রিম কোর্টের বিচারপতির

এখনও পর্যন্ত হিংসার জেরে চলে গিয়েছে ৩জনের প্রাণ। ঘরছাড়া বহু পরিবার। বর্তমানে সেখানের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম। যদিও বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে আসছে এখনও। এরই মধ্যে মুর্শিদাবাদে যেতে চাইছেন শুভেন্দু। এবার আদালতের তরফে সেই নিয়ে সবুজ সংকেত মেলে কী না সেটাই দেখার।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X