শাহরুখ খানকে সরিয়ে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হোক সৌরভকে, দাবি শুভেন্দু অধিকারীর

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) প্রেসিডেন্ট পদ থেকে সম্প্রতি অপসারিত হয়েছেন ‘মহারাজ’ তথা ‘প্রিন্স অফ ক্যালকাটা’ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), যে ঘটনায় ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। এই ঘটনার দরুণ বর্তমানে দাদার হয়ে ব্যাট তুলে নিয়েছেন স্বয়ং ‘দিদি’, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপিকে (Bharatiya Janata Party) আক্রমণ শানানোর মাধ্যমে একের পর এক মন্তব্য প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আইসিসির ভোটে লড়াই করার জন্য অনুমতি দেওয়া হোক সৌরভকে, এহেন একটি আবেদন পর্যন্ত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর এবার এই প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

উল্লেখ্য, বিগত বেশ কিছু সময় ধরে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে নিযুক্ত থাকলেও সম্প্রতি উক্ত পদ থেকে অপসারিত হন সৌরভ গঙ্গোপাধ্যায়। কি কারনে এই অপসারণ, সে বিষয়ে স্পষ্ট কোন ধারণা মেলেনি। বোর্ডের অন্যান্য পদে অমিত শাহের ছেলে জয় শাহ থাকলেও কেন সৌরভের স্থান হল না, সেই প্রশ্ন তুলে এদিন বিজেপির উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সরকারকে কড়া আক্রমণ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “রাজনীতি থেকে দূরে রাখা হোক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বরং বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদে শাহরুখ খানকে সরিয়ে নিয়ে আসা উচিত সৌরভকে। ওর পাশে যদি মমতা সরকার থাকতে চায়, তবে এহেন পদক্ষেপ নিক ওরা।”

একই সঙ্গে তিনি বলেন, “যদি সৌরভ গঙ্গোপাধ্যায়কে সম্মান জানানোর এতটাই ইচ্ছে হয়, তাহলে অতীতে শাহরুখ খানকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর কেন করেছিলেন? ওর জায়গায় সৌরভকে ওই পদে নিয়ে আসা উচিত ছিল। মুখ্যমন্ত্রী বলছেন, অন্যায় হয়েছে। তবে শুধুমাত্র বললেই হবে না।”

Mamata Banerjee Suvendu Adhikari

প্রসঙ্গত, কেবলমাত্র শুভেন্দু অধিকারীই নন, একই সঙ্গে বর্তমানে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য তৃণমূল আজ পর্যন্ত কিছু করেনি। আমাদের বাংলায় শাহরুখ খান সৌরভের থেকেও বড় ক্রিকেটার আর এখন প্রেসিডেন্ট পদ থেকে সৌরভকে সরিয়ে দেওয়ার জন্য কান্নাকাটি করে চলেছে। সব কিছুই রাজনীতির জন্য করা হচ্ছে।”


Avatar
Sayan Das

সম্পর্কিত খবর