‘এখনও ঐক্যবদ্ধ না হলে বাংলাও বাংলাদেশে পরিণত হবে’ ‘মুসলিমদের জুটিয়ে…’ সতর্ক করলেন শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ যত দিন এগোচ্ছে ততই বাড়ছে ঝাঁঝ। রবিবার হলদিয়ায় সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর সেখান থেকেই তৃণমূলকে জোড়ালো আক্রমণ শুভেন্দুর। উল্লেখ্য, কিছুদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। ‘দলবদলু’ তাপসীর এলাকাতেই এবার সভা শুভেন্দুর।

হলদিয়া থেকে হুঁশিয়ারি শুভেন্দুর-Suvendu Adhikari

ভরা সভায় দাঁড়িয়ে শুভেন্দু বলেন, “হলদিয়াকে শুকিয়ে দিয়েছে ওরা। নিয়োগ নেই। উদ্বাস্তুদের কাছে কথা বলা হয় না। কলকাতার রাজ না জেলার রাজ? নাকি গ্রামের রাজ?” রাম নবমীর প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, “ভালো করে শান্তিপূর্ণ ভাবে রাম নবমী হবে। সংবিধানে ২৫-২৮ পড়ুন। সকলের ধর্ম পালনের অধিকার আছে। আমরা অন্যদেরটায় বাধা দিই না।”

কিছুদিন আগে মুসলিম নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন শুভেন্দু। এদিন অবশ্য বিরোধী দলনেতা বলেন, “বন্ধু মুসলিমরা গায়ে মাখবেন না। আমি ভারতীয় মুসলিমদের বলছি না। রোহিঙ্গাদের বলছি।” শুভেন্দুর হুঁশিয়ারি, “বাংলার হিন্দু জনসংখ্যা ৮৫ শতাংশ। আজ ৬৭। টিকে থাকবেন তো? বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। এখনও যদি ঐক্যবদ্ধ না হন তাহলে বাংলাও বাংলাদেশে পরিণত হবে। ”

শুভেন্দু বলেন, “এবারের ভোটে তৃণমূল যদি লক্ষ্মীর ভাণ্ডারের লোভ দেখিয়ে, মুসলিমদের জুটিয়ে আমাদের কিছু হিন্দুকে এদিক-ওদিক করে জিতে যায়। তাহলে বাংলাদেশের মত এই অবস্থা হবে।” জাত-পাত-রাজনীতি দূরে সরিয়ে রাখার বার্তা শুভেন্দুর।

BJP MLA Suvendu Adhikari waring ahead of Ram Navami

আরও পড়ুন: ফর্মে দিলীপ ঘোষ! এরই মধ্যে আচমকা সৌরভের সাথে সাক্ষাৎ BJP নেতার, কারণ কী?

শুভেন্দুর কথায়, “কোনও সনাতনী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে পারে না। সরস্বতী পুজো, মহকুম্ভকে মৃত্যু কুম্ভ বলার পর কেউ ওনাকে ভোট দেবে না। এই রাজ্য মোদীজির হাতে তুলে দেওয়ার জন্য সাধারণ মানুষ প্রস্তুত।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর