‘পার্থ-কেষ্ট চুনোপুঁটি, সব খেয়েছে হাওয়াই চটি’, ‘ওনাকে প্রাক্তন করার দায়িত্ব আমার!’ প্রকাশ্য জনসভায় বিস্ফোরক শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। কিছুদিনের অপেক্ষা মাত্র। বছর পেরোলেই ভোটানুষ্ঠান। ইতিমধ্যেই জোর কদমে সেই প্রস্তুতিতে আটঘাট বেঁধে ময়দানে নেমে পড়েছে বঙ্গের শাসক দল থেকে শুরু করে বিরোধী শিবির। চলছে সভা, অবশ্যই তার উত্তরে পাল্টা সভা। এবার রানাঘাটে (Ranaghat) তৃণমূলের সভার পর পাল্টা সভা করে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বললেন মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করার দায়িত্ব তাঁর।

শুক্রবার রানাঘাটে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভা ছিল। পরে একই দিনে সেখানে পাল্টা সভা করেন শিশির পূত্র। এ দিন প্রকাশ্য সভায় দাঁড়িয়ে কড়া হুঁশিয়ারির সুর চড়ালেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে।

   

ঠিক কী বললেন বিরোধী দলনেতা? এ দিন প্রকাশ্য সভায় দাঁড়িয়ে তিঁনি বলেন, ‘‘আসল চোর কোথায় বসে আছে? চোদ্দো তলায় টেনে নামাতে হবে।’’ “দল একটা দায়িত্ব দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) হারাতে হবে। হারিয়েছি। আর একটা কাজ বাকি আছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে হবে। সে কাজটা আমি করব। আপনাদের নিয়েই করব।” পাশাপাশি নদিয়ার সভা থেকে দলীয় পঞ্চায়েত প্রধানকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে অভিষেককে কটাক্ষ করে তিঁনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গের বড় ডাকাত, যাঁকে আমি ‘হালি নেতা’ বলি, তিনি যার আলোকে আলোকিত তাকে শুভেন্দু অধিকারী হারিয়েছে। এখানে এসে বলছে, প্রধান চোর?”

এ দিন সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর ওপর নিশানা করে বিরোধী দলনেতা বলেন, “পার্থ-কেষ্ট চুনোপুঁটি, সব খেয়েছে হাওয়াই চটি”, “হাওয়াই চটিকে ধরতে হবে। রানি মৌমাছি নিজে মধু সংগ্রহ করে না। শ্রমিক মৌমাছিরা মধু সংগ্রহ করে আর রানি মৌমাছি সেই মধু উপভোগ করে।”

suvendu adhikari .

তবে থেমে থাকেনি শাসক দলও। শুভেন্দুর এই কটাক্ষের যথাযথ জবাব দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। বিরোধী দলনেতাকে পাল্টা আক্রমণ করে কুণাল বলেন, ‘‘এখনও গা থেকে তৃণমূলের গন্ধ যায়নি। বড় বিজেপি হওয়ার প্রতিযোগিতায় নেমে প্রলাপ বকছেন শুভেন্দু।’’

ad2
Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর