বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে মোট মিটেছে ছয় দফার ভোট পর্ব। বাকি আরও দুই দফা। সেই মত পরবর্তী দফার লক্ষে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন শাসক-বিরোধী সব শিবিরই। সেখান থেকেই একে অপরকে আক্রমণ শানিয়ে যাচ্ছেন লাগামছাড়া ভাষায়। রাজ্যে মোট ছ’দফার ভোট মিটলেও বাকি রয়েছে ‘অনুব্রত মণ্ডলের গড়’ বীরভূমের (Birbhum) ভোট। এবার বীরভূমকেই পাখির চোখ করে গেরুয়া শিবিরের তাবড় তাবড় নেতা-নেত্রীরা লড়াইয়ের ময়দানে নেমেছেন।
সেখান থেকেই তাঁরা আক্রমণ শানিয়ে যাচ্ছেন শাসক দল তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। যিনি ভোট এলেই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উঠে আসেন সংবাদের শিরোনামে। এদিন নাম না করে তাঁকে চাঁচাছোলা ভাষায় কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, ‘ভোট মিটলে বীরভূমের মোটা নেতাকে যদি চুলের মুঠি ধরে বের করতে না পারি, তাহলে আমার নাম শুভেন্দু অধিকারী না।
পাশাপাশি শুভেন্দু অধিকারী এদিন অনুব্রত মণ্ডলকে পাঠানো আয়করের নোটিস নিয়েও নাম না করে একহাত নিয়ে বলেন , ‘মোটা নেতার দম ছুটে গেছে’। উল্লেখ্য, ভোট চলাকালীন গত দুদিন আগেই অনুব্রত মণ্ডলকে নোটিশ পাঠাল আয়কর দফতর। তাঁর আয়-ব্যয়, সম্পত্তি অ ব্যাঙ্ক সংক্রান্ত নথি তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। সুত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, বেনামে প্রচুর সম্পত্তির মালিক অনুব্রত।
পাশাপাশি শুভেন্দু অধিকারী এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কেও তুলোধোনা করেন। এদিন মদি-আমিত শাহকে তৃণমূল নেত্রীর করা ‘বহিরাগাত’ মন্তব্যের রেশ টেনে এনে শুভেন্দু বলেন, ওই গুজরাত থেকেই অক্সিজেন আসছে, তাহলে তাও বহিরাগত বলে ফিরিয়ে দিক মমতা। এমনকি কেন্দ্রের একাধিক প্রকল্পের নাম বদলে রাজ্যের সরকার চালাচ্ছে বলেও অভিযোগ করেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি তথা দলবদলু শুভেন্দু অধিকারী।