বাংলা হান্ট ডেস্কঃ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লন্ডন সফর ঘিরে বিগত কয়েকদিন ধরেই উত্তেজনা রয়েছে তুঙ্গে। সম্প্রতি লন্ডনের শিল্পসভায় যোগ দিতে গিয়ে সেখানকার ঐতিহ্য সংস্কৃতির ঢালাও প্রশংসা করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর মুখে ইংরেজ শাসনের প্রশংসা শুনে এবার প্রচন্ড ক্ষোভ উগরে দিলেন রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
মুখ্যমন্ত্রীর ‘দেশ বিরোধী’ মন্তব্যের বিরূদ্ধে ফুঁসে উঠলেন শুভেন্দু (Suvendu Adhikari)
বিদেশের মাটিতে মুখ্যমন্ত্রীর করা ‘দেশ বিরোধী’ মন্তব্যের বিরূদ্ধে এদিন রীতিমতো ফুঁসে উঠেছিলেন শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি বললেন, ‘পশ্চিমবঙ্গ থেকে লন্ডনে গিয়ে মুখ্যমন্ত্রী ব্রিটিশ যুগের প্রশংসা করছেন। ভাবা যায় ! ও’নার এই মন্তব্য দেশবিরোধী। আসলে তো উনি এই ধরনের মন্তব্য করে বাংলার মনীষীদের অপমান করেছেন। এক সময় স্বৈরাচারী ইংরেজ শাসনের বিরুদ্ধে লড়াই করে তাঁরাই ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন।’ এরপরেই বিদেশ মন্ত্রকের কাছে দাবি জানিয়ে শুভেন্দু বললেন, ‘বিদেশ মন্ত্রকের উচিত মুখ্যমন্ত্রীর পাসপোর্ট বাতিল করে, অবিলম্বে তাঁকে ভারতে ফিরিয়ে আনা।’
কি বলেছিলেন মমতা?
লন্ডনের শিল্পসভায় যোগ দিয়ে ব্রিটিশদের ‘গালভরা প্রশংসা’ করে মমতা বলেছিলেন, ‘আই লাভ ইউকে। আমাদের মধ্যে একটা আবেগের, একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, হেরিটেজ সম্পর্ক রয়েছে। ভারতকে আপনারা ১৯০ বছর শাসন করেছিলেন। স্বাধীনতার আগে যখন ভারতকে শাসন করতেন কলকাতা ছিল ভারতের রাজধানী। সেকারণে আপনারা অনেক হেরিটেজ বিল্ডিং তৈরি করেছিলেন। আমরা রোজ সেটা মনে করি।’
আরও পড়ুন: ‘পেটের আর রিং ফিঙ্গারে আঘাত…’! RG Kar কাণ্ডে বিচারপতির দাবি ঘিরে বিরাট শোরগোল
প্রসঙ্গত বিধানসভা ভোটের এখনও এক বছর বাকি। তার আগে থেকেই নানা ইস্যুতে সরগরম বাংলার রাজনৈতিক পরিমণ্ডল। বিগত কয়েকদিন ধরে তেমনই অশান্ত হয়ে উঠেছে ভাটপাড়া। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে অশান্ত ভাটপাড়ায় বিজেপি নেতা অর্জুন সিংয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
‘অর্জুন গড়’-এ গিয়েই বোমা-গুলি কাণ্ডে জেরবার বিজেপি নেতাকে সমর্থন করে রাজ্যের শাসকদল এবং পুলিশ প্রশাসনকে একযোগে বিঁধে শুভেন্দু এদিন বললেন, ‘অর্জুন সিংকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এসব তৃণমূল ও পুলিশের চক্রান্ত। ওরা ভালো করেই জানে ভাটপাড়া অর্জুনের গড়। তাই রাজনৈতিকভাবে দমাতে না-পেরে এইভাবে আইনি মারপ্যাঁচে জড়িয়ে তাঁকে জেলে ঢোকানোর ষড়যন্ত্র চলছে।’