বাংলাহান্ট ডেস্কঃ ভোট প্রচারে গিয়ে সরাসরি মমতা ব্যানার্জিকে (Mamata Banerjee) আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর পায়ে আঘাত লাগার পর থেকে হুইলচেয়ারে করে ঘুরছেন তিনি। এই বিষয়কে টার্গেট করেই মুখ্যমন্ত্রীর জালেই তাঁকে জড়ালেন শুভেন্দু। বললেন, ‘জোড় হাত করে নমস্কারের বদলে পা দেখিয়ে ভোট চাইছেন মমতা ব্যানার্জি’।
নন্দীগ্রামে পায়ে আঘাত পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রথমটায় পরিকল্পনা করে তাঁকে মারার চক্রান্ত করা হয়েছে বললেও পরবর্তীতে জানান গাড়ির দরজায় ধাক্কা লেগেছিল। পরে অবশ্য নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দেয়- এই ঘটনা কোন চক্রান্ত নয়, নিছক দুর্ঘটনা। এরপর কিছুটা হলেও সাহস ফিরে পায় বিরোধী দলগুলো।
মমতার একসময়কার বিশ্বাসভাজন শুভেন্দু আজ নন্দীগ্রামে তাঁরই প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী। রাজনীতির ময়দানে কেউ কাউকে এক চুল জমি ছাড়তে নারাজ। প্রচারে গিয়ে মমতাকে ক্রমাগত কোণঠাসা করছেন শুভেন্দু। প্রচারে গিয়ে নন্দীগ্রামের খোদামবাড়িতে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, ‘একসময় সিপিএমের মালিনী ভট্টাচার্যের কাছে হেরে গিয়েছিলেন মমতা ব্যানার্জি। উনি কিন্তু অপরাজেয় নন, তাই এবারও হারবেন’।
শুভেন্দুর কথায়, ‘এবারে আর বুথে দিদির পুলিশ থাকবে না, থাকবে কেন্দ্রীয় বাহিনী। বুথের দিকে সুরক্ষা মজবুত করতে হবে ভালো করে, যাতে এবারে আর ভোট লুঠ না হতে পারে’।
নন্দীগ্রামের মানুষের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, ‘ওনার কথায় আপনারা নাকি ওনাকে ধাক্কা দিয়ে আহত করেছেন। এতে করে আপনাদের অপমান করা হল না? নির্বাচনের আগে সকল প্রার্থীরা জোড় হাত করে নমস্কার জানিয়ে প্রচার করছেন। আর উনি পা দেখিয়ে ভোট চাইছেন’।