বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় প্রথম দফা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) একটি অডিও ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছিল। সেই বিষয়কে ইস্যুকে করে আবারও মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বললেন, শুধুমাত্র বিজেপি নেতাই নন, এখনকার পুলিশদের ফোন করেও সাহায্য চাইছেন মুখ্যমন্ত্রী।
ভাইরাল হওয়া অডিও ক্লিপে শোনা যায়, নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পালের সঙ্গে ফোনে কথা হচ্ছে মুখ্যমন্ত্রীর। প্রলয় পাল একসময় তৃণমূলের সদস্য থাকলেও, আজকে তিনি বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি। এই প্রলয় পালকে ফোন করে নির্বাচনে মুখ্যমন্ত্রীকে জিতিয়ে দেওয়ার অনুরোধ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী- এমনটাই শোনা যায়। আর এই অডিও ক্লিপ প্রকাশ্যে আসতেই সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়।
এই বিষয়ে মমতা ব্যানার্জীকে কটাক্ষ করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘তাহলে আপনারাই বুঝুন, কিভাবে ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী। আমি জানতে পেরেছি, শুধু প্রলয় নয়, এখানকার বেশ কয়েকজন পুলিশ অফিসারদেরও ফোন করেছিলেন মাননীয়া। তাঁকে একটু দেখার কথাও বলেছেন তিনি’।
শুভেন্দু আরও বলেন, ‘মাননীয়া বুঝতে পেরেছেন নন্দীগ্রাম বড় শক্ত ঠাই। এখানকার মানুষেরা গুলি খেয়েছে, মার খেয়েছে, তবুও তাদের দমানো যায়নি। বিধানসভার চেহারা পালটে দিতে পারে এই নন্দীগ্রাম। সেই ভয়েই তিনি সকাল সকাল বিজেপি নেতা প্রলয় পালকে ফোন করে সাহায্য চাইছেন। আপনি যদি মনে করেন যে আপনি জিতেই গিয়েছেন, তাহলে কেন বিজেপি নেতাকে ফোন করে সাহায্য চাইতে হচ্ছে?’
প্রসঙ্গত জানিয়ে রাখি, তৃণমূলকে দেখার আর্জি জানিয়েছে পুলিশকে ফোন করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-এই অভিযোগ করেছে গেরুয়া শিবির। সেই বিষয়ে নন্দীগ্রামের ওসি অজিত কুমার ঝা, হলদিয়ার অত্যিরিক্ত সুপার পার্থ ঘোষ সহ বেশ কয়েকজনের নামে কমিশনের কাছে অভিযোগও জানিয়েছে বিজেপি বাহিনী।