ওনার প্রধানমন্ত্রী হওয়া স্যান্ডো গেঞ্জির বুক পকেটের মতো! মমতাকে কটাক্ষ শুভেন্দুর

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান সময়ে দিল্লী দখলের স্বপ্নে ত্রিপুরা, মুম্বই, গোয়া সফর করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। আর সেই বিষয়কেই ইস্যু করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। সিঙ্গুরে দাঁড়িয়েই মুখ্যন্ত্রীকে করলেন তীব্র ভাষায় আক্রমণ।

প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্থ কৃষকদের একাধিক দাবি নিয়ে গত সপ্তাহেই বিজেপির কিষান মোর্চা সাত দফা দাবিতে স্মারকলিপি জমা দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে। আর সেইসময়ই রাজভবনে গেটে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, আগামী ১৪ এবং ১৬ ই ডিসেম্বর কৃষকদের নিয়ে সিঙ্গুরে ধর্না দেওয়া হবে। সেইমতই সিঙ্গুরে পৌঁছান বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। আরে সেখানে থেকেই আক্রমণ করেন মুখ্যমন্ত্রীকে।

bbhbvvb

একটা সময় টাটার কারখানার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী যেখানে ধর্না দিয়েছিলেন, সেখানেই অর্থাৎ দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে গোপালনগর মৌজায়ই এদিন ধর্নায় বসেন শুভেন্দু অধিকারী। সেই মাঠের দিকেই তাকিয়ে শুভেন্দু দুঃখের সুরে বলেন, ‘এখানে চাষ ও হল না, সর্ষেও হল না, শিল্পও হল না’।

এদিন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার করে আর্থিক দিক থেকে যে সমস্যায় পড়েছে, তা এরাজ্য সরকার নিজেই মেনে নিয়েছে। এখন শুধু জেলায় জেলায় ঘুরছেন মুখ্যমন্ত্রী, কিছু তো আর দিতে পারবেন না। ভূমি ও ভূমি রাজস্ব দফতরের পোর্টালও সরকার লক করে রেখেছে, যাতে তিনি কৃষক বন্ধু না পান। আর এখন উনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। মুখ্যমন্ত্রীর, প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টা খানিকটা স্যান্ডো গেঞ্জির বুক পকেটের মতো’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর