বাংলা হান্ট ডেস্কঃ একের পর এক দুর্নীতি মামলা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বনাম বিজেপি (Bharatiya Janata Party) দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে আর এর মাঝেই গতকাল কাঁথি (Kanthi) পুরসভার পথবাতি কাণ্ডে সৌমেন্দু অধিকারীকে (Soumendu Adhikari) দশ ঘন্টার ওপর জেরা করা প্রসঙ্গে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ফুঁসে উঠলেন সৌমেন্দুর দাদা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, “ওদের পুলিশ কিচ্ছু করতে পারবে না। সুদে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সব ফিরিয়ে দেব।”
একদিকে যখন তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে এসএসসি দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার এবং কয়লা পাচারের মতো একাধিক দুর্নীতির কাণ্ড সামনে এসে চলেছে, সেই মুহূর্তে আবার অপরদিকে বিজেপি নেতা-মন্ত্রীদের বিরুদ্ধেও একের পর এক মামলায় তদন্ত চালিয়ে যাচ্ছে রাজ্য গোয়েন্দা সংস্থা। সেই সূত্র ধরেই কাঁথি পুরসভার পথবাতি দুর্নীতি কাণ্ডে নাম উঠে আসে শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীর।
এই ঘটনায় গতকাল থানায় ডাকার পাশাপাশি সৌমেন্দুকে দশ ঘণ্টার ওপর সময় ধরে জেরা করে কাঁথি থানার পুলিশ। এ ক্ষেত্রে আদালতের নির্দেশ অনুযায়ী দু ঘন্টার ওপর জেরা করার অনুমতি না থাকলেও কি কারনে এতক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করা হলো, সেই প্রসঙ্গে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু।
নন্দীগ্রাম থেকে তিনি বলেন, “১০ ঘন্টা কেন, ২০০ ঘন্টা জিজ্ঞাসাবাদ করতে পারে। তবে কিচ্ছু করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়। ওদের বেআইনি কাজকর্মের জন্য আদালতের কাছে কানমোলা খাবে। আদালতের নির্দেশ মানেনি। ১০ ঘণ্টার উপর জেরা করেছে। আদালত খুললেই ওদের মুখে আলকাতরা মাখাবো।” এখানেই না থেমে পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শুভেন্দু বলেন, “আমার বাড়ির লোকেরা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল। মমতার বাড়িতে এরম কোন লোক রয়েছে? আমার পরিবারের বিপিন অধিকারী আট বছর জেল খেটেছিল। ব্রিটিশ পুলিশকে ভয় পায়নি অধিকারী পরিবার। তাহলে এদেরকে কেন পেতে যাব?”
যদিও বিরোধী দলনেতার এ সকল বক্তব্যকে পাত্তা দিতে নারাজ ঘাসফুল শিবির। এদিন তৃণমূল নেতা সৌমেন মহাপাত্র বলেন, “রাজনৈতিক দৈন্যতা বেরিয়ে এসেছে। সেই কারণেই এহেন মন্তব্য করে চলেছেন উনি। অতীতে একাধিকবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অত্যন্ত নিকৃষ্ট ভাষায় কথা বলে আক্রমণ করেন। ভুল ভাল বকে চলেছেন।”