বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সাথে রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ-র ফারাক নিয়ে মাঝেমধ্যেই অসন্তোষ প্রকাশ করে থাকেন রাজ্য সরকারি কর্মীরা। এবার এই বিষয়ে মমতার সরকারকে কাঠগড়ায় তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কেন্দ্রের সাথে রাজ্যের মহার্ঘ্যভাতার ফারাক তুলে ধরে রাজ্যকে এদিন কড়া ভাষায় নিশানা করলেন তিনি।
শুভেন্দুর (Suvendu Adhikari) নিশানায় মমতা
রাজ্য সরকারকে সরাসরি আক্রমণ শানিয়ে বিরোধী দলনেতা (Suvendu Adhikari) এদিন বললেন, ‘এই সরকার কর্মচারী বিরোধী সরকার। কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র পার্থক্য ৩৫ শতাংশ। সারা ভারতবর্ষে ইতিমধ্যেই সপ্তম পে কমিশন কার্যকর হয়ে গিয়েছে। অথচ এরাজ্যে দুই কোটির বেশি বেকার রয়েছেন। ইতিমধ্যেই ৫১ টি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বন্ধ করে দিয়েছেন। আপনি একটাও চাকরি দিতে পারেননি।’
অন্যদিকে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এদিন বিরোধীদের একহাত নিয়ে বলেছেন, ‘অনেক সরকারি কর্মচারীদের মাথা খারাপ করার চেষ্টা করেন,কুৎসায় কান দেবেন না। বাম আমলে কত ডিএ হয়েছিল?’ বিরোধীদের কাছে এদিন এই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি দাবি করেন,’২০১১ থেকে ডিএ বাবদ ২ লক্ষ কোটি টাকা দিয়েছে এই সরকার।’ একই সাথে তিনি বললেন, ‘৭৫ হাজার কোটি টাকার দেনা শোধ করলাম কীভাবে? ১০০ দিনের টাকার কাজ না পেয়ে কী করে করছি, জানতে চাইবেন না?।’
আরও পড়ুন: সেদিন আমি বিধানসভায় কাগজ ছিঁড়েছিলাম কেন? শুভেন্দুকে চুপ করিয়ে দিলেন মমতা
প্রসঙ্গত সোমবার রাজ্য বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কাগজ ছোঁড়ার অভিযোগে উঠেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে। তারপরেই রাজ্য বিধানসভা থেকে এক মাসের জন্য সাসপেন্ড করা হয় শুভেন্দুকে। এরপরেই এই বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে অতীতের ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সরাসরি আক্রমণ করেন শুভেন্দু। বিরোধী দলনেতার সেই সমস্ত অভিযোগ শুনে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল সুপ্রিমোও।
বিধানসভায় দাঁড়িয়ে কাগজ ছেঁড়ার কথা মেনে নিলেও ২০০৬ সালে বিধানসভায় ভাঙচুর চালানোর অভিযোগ অস্বীকার করে মুখ্যমন্ত্রী বলেছেন,‘বলা হচ্ছে, আমি নাকি চেয়ার-টেবিল ছুড়েছি। আমি স্পিকারকে বলব, আমাকে প্রমাণ দিতে হবে। আমাকে সিঙ্গুরে ঢুকতে দেওয়া হয়নি। আমি সেখান থেকে ফিরে এসেছিলাম বিধানসভায়। তখনকার বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলাম। বিধানসভার কোনও আসবাব আমি ভাঙচুর করিনি। সেই সময়ে আমাকে ঢুকতে দেওয়া হয়নি বলে, আমার দল উত্তেজিত হয়ে পড়েছিল।’