‘যত পারবেন, মুখ তত কম খুলবেন, নাহলে কেন্দ্রীয় এজেন্সি আবারও ডাকাডাকি করবে’, পার্থকে তোপ শুভেন্দুর

বাংলাহান্ট ডেস্কঃ কেন্দ্রের ক্ষমতায় থাকার দরুন, বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে নিজেদের সুবিধার্থে ব্যবহার করে বিজেপি (bjp)- এমনটা বহুবার অভিযোগ করেছে বিরোধীরা। এমনকি কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার অভিযোগও ওঠে বিজেপির বিরুদ্ধে।

কানা ঘুষো শোনা যায়, কোন রাজনৈতিক নেতৃত্বকে টাইট দেওয়ার জন্য কিংবা শায়েস্তা করার জন্য, তখন সেই নেতাকে সিবিআই দিয়ে হেনস্থা করানো হয়। আবার নির্বাচনের আগে আগেই নারদা, সারদাসহ অন্যান্য বিভিন্ন চিটফান্ড কাণ্ড মাথা চাড়া দিয়ে ওঠে। শুরু হয় জোরদার তদন্ত। আবার নির্বাচন মিটেই সব ঠাণ্ডা। সারাবছর ধরে কোন পাত্তাই পাওয়া যায় না।

Bengal Security of father and brother of Suvendu Adhikari increased

বিরোধীদের করা এই অভিযোগকে কিছুটা সত্য প্রমাণিত করে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে (partha chatterjee) কড়া ভাষায় তোপ দাগলেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। শান্তিপুর উপনির্বাচনের প্রচারে গিয়ে একদিকে পার্থ চট্টোপাধ্যায় এবং অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

তিনি বলেন, ‘পার্থবাবু যত পারবেন, মুখ তত কম খুলবেন। নাহলে কিন্তু কেন্দ্রীয় এজেন্সি আবারও ডাকাডাকি করবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শুধুমাত্র দুটি দফতর কাজের। একটা কাটমানি দফতর এবং আর দুই ভাতা বিতরণ দফতর’।

প্রসঙ্গত, কদিন আগেই শান্তিপুরে তৃণমূলের হয়ে প্রচারে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, ‘সাধারণ মানুষ প্রথম থেকেই তৃণমূলের পাশে ছিলেন, আর তাঁরা এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তাই শুভেন্দু অধিকারী শান্তিপুরে যতবারই প্রচারে আসুক না কেন, তাতে কোন পরিবর্তনই হবে না বলে মনে করি আমি’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর