সব বুথে এজেন্ট দিতে পারেনি, ভোকাট্টা তৃণমূল- কটাক্ষ শুভেন্দুর অধিকারীর

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় প্রথম দফায় ৩০ টি আসনে নির্বাচন হয়েছে। এইসময় মেদিনীপুরের (medinipur) বুথে তৃণমূলের (tmc) এজেন্ট না দিতে পারা নিয়ে কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একদিকে যেমন বুথে বিজেপির এজেন্ট দেওয়াকে ইস্যু বানিয়ে সমস্যা তৈরি করছে শাসক দল, তখন অন্যদিকে তৃণমূলের এজেন্ট না দিতে পারা নিয়ে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী।

১ লা এপ্রিল নন্দীগ্রামে নির্বাচন। তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জী বনাম বিজেপির শুভেন্দু অধিকারী। হাইভোল্টেজ নন্দীগ্রামের দিকে তাকিয়ে গোটা বাংলা। বঙ্গবাসীর দাবী, নন্দীগ্রামের নির্বাচনের রায়ই নির্ধারণ করবে, বাংলার মসনদ কে দখল করবে। চলছে শেষ সময়ের জনসভা, মিছিল।

bccjckj

নন্দীগ্রামের মানুষকে উজ্জীবিত করতে রবিবারই সেখানে পৌঁছে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেখানে পৌঁছিয়েই সভার মঞ্চ থেকে আক্রমণ করলেন অধিকারী পিতা পুত্রকে। অন্যদিকে নির্বাচনী প্রচারে বেরিয়ে দক্ষিণ ২৪ পরগণার পাথর প্রতিমা ও সাগর থেকে তৃণমূলকে বিঁধলেন অধিকারী পুত্র শুভেন্দু অধিকারী।

নির্বাচনের এজেন্টের বিষয়ে কমিশন আগেই জানিয়েছিল, বিধানসভা ভোটার হলেই, সেই ব্যক্তি যে কোন বুথে প্রার্থীর এজেন্ট হিসাবে থাকতে পারবে। এরজন্য তাঁকে সেই এলাকার ভোটার না হলেও চলবে। কিন্তু তৃণমূল এটা না মানতে পেরে বিজেপিকে আক্রমণ করেছিল।

তৃণমূলের আক্রমণের পাল্টা দিতে প্রচারে বেরিয়ে শুভেন্দু বলেন, ‘আপনাদের আত্মীয়দের বলে দিয়েছেন তো আমাকে ভোট দিতে। শনিবার তো ৩০ টি আসনে ভোট হয়েছে। আমার এলাকায় বুথে তৃণমূল এজন্ট দিতে পারেনি। ভোকাট্টা তৃণমূল’।

Smita Hari

সম্পর্কিত খবর