তৃণমূলে থাকাকালীন ৫০ লক্ষ টাকার বিনিময়ে বিধায়ক কিনেছেন! এবার বোমা ফাটালেন শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ ভোট পূর্বে ফের বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দিন কয়েক পরেই সাগরদিঘির উপনির্বাচন। এদিন সেই সাগরদিঘির (Sagardighi) সভা থেকেই বোমা ফাটালেন শিশির পুত্র। ভরা সভায় দাঁড়িয়ে শাসকদলের এক বিধায়কের (TMC MLA) বিরুদ্ধে ৫০ লক্ষ টাকার বিনিময়ে দলে যোগ দেওয়ার অভিযোগ তুললেন দলনেতা।

কাকে কাঠগড়ায় তুললেন বিরোধী দলনেতা? সাগরদিঘির উপনির্বাচনকে সামনে রেখে এদিন
সেখানে সভা করেন বিজেপি সৈনিক শুভেন্দু অধিকারী। সভায় দাঁড়িয়ে একাধিকবার তোপ দাগলেন শাসকদলকে। চলল কড়া ভাষায় আক্রমণ। শুধু তাই নয়, এদিন নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই মণ্ডলকে (Kanai Mondal) একহাত নিলেন  বিরোধী দলনেতা।

বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে শুভেন্দুর দাবি, তৃণমূলে থাকাকালীন কানাই মণ্ডলকে দলে নেওয়ার জন্য ৫০ লক্ষ টাকা দিয়েছিলেন। প্রকাশ্য সভায় দাঁড়িয়ে তিনি বলেন, “আপনার ঠিকুজি-কুষ্ঠি কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে রয়েছে।” দলনেতার এই মন্তব্যের পরই শুরু রাজনৈতিক তরজা।

তবে বিজেপি বিধায়কের এই মন্তব্যে থেমে থাকেনি তৃণমূলের কানাই মণ্ডল। অধিকারীবাবুর মন্তব্যের পালটা জবাব দিয়ে নবগ্রামের বিধায়কের মন্তব্য, শুভেন্দু অধিকারী বেইমান। তার পালটা দাবি, অর্থের বিনিময়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন খোদ শুভেন্দু অধিকারী।

bjp tmc

প্রসঙ্গত, এদিন সাগরদিঘির সভায় দাঁড়িয়ে শুভেন্দুর সাফ দাবি, দীর্ঘদিন নিজে কঠোর পরিশ্রম করে মুর্শিদাবাদে তৃণমূলকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন তিনি। এই মন্তব্যেই শোরগোল রাজনীতির অন্দরে। উল্লেখ্য, রাজ্যে ভোট যতই এগিয়ে আসছে ততই বাড়ছে হুমকি-হুঁশিয়ারির বহর। ক্রমাগত চলছে রাজনৈতিক আক্রমণ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর