১০-২০ নয়, ৪০ লক্ষ ছাপ্পা ভোটে জিতেছে TMC! ডায়মন্ড হারবার, ঘাটালের ‘আসল গল্প’ ফাঁস শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ উনিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ জুড়ে গেরুয়া ঝড় উঠেছিল। সেবার রাজ্যে ৪২টি আসনের মধ্যে ১৮টিতে পদ্ম ফুটেছিল। এবারও BJP-র ‘খেলা’ ঘুরিয়ে দেবে মনে করা হচ্ছিল, তবে ফল ঘোষণার পর দেখা যায়, বাংলায় সবুজ ঝড় উঠেছে। জোড়াফুলের সামনে রীতিমতো বেসামাল হয়ে পড়ে পদ্ম। এবার এই নিয়েই বিস্ফোরক দাবিBJP করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

শনিবার নন্দীগ্রামের প্রয়াত BJP কর্মী রথীবালা আড়ির বাড়ি গিয়েছিলেন শুভেন্দু। সেদিনই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক বিস্ফোরক দাবি করেন নন্দীগ্রামের বিধায়ক। শুভেন্দু বলেন, ‘শুধুমাত্র ডায়মন্ড হারবারে ১০ লক্ষ ছাপ্পা ভোট হয়েছে। ঘাটালের কেশপুরে সংখ্যাটা ১ লক্ষ ৩০ হাজার’। উল্লেখ্য, এবার ডায়মন্ড হারবার (Diamond Harbour) থেকে রেকর্ড ব্রেকিং ভোটে জয়ী হয়েছেন TMC-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দেবের (Dev) হাত ধরে ফের একবার ঘাটালে ঘাসফুল (Trinamool Congress) ফুটেছে। এবার এই দুই কেন্দ্রের নাম নিয়ে বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু।

নন্দীগ্রামের BJP বিধায়ক বলেন, ‘আমরা যা পেয়েছি সেটা হল গণদেবতা এবং জনতা জনার্দনের আশীর্বাদ। ওদেরটা সম্পূর্ণ ছাপ্পা’। একইসঙ্গে তিনি বলেন, ২০২৪ লোকসভা নির্বাচন BJP ২ কোটি ৩০ লক্ষ ভোট পেয়েছে। অন্যদিকে TMC পেয়েছে ২ কোটি ৭৫ লক্ষ। পার্থক্যটা কোথায় সেটা পরিষ্কার হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ মমতার নির্দেশ অমান্য করে দিল্লির পথে সুদীপ! ভোটের পরেই কি তৃণমূলে ভাঙন? জোর জল্পনা!

একইসঙ্গে ২০১৯ লোকসভা নির্বাচনের থেকে এবার বাংলায় BJP-র ‘রেজাল্ট’কেন খারাপ হল সেটারও ব্যাখ্যা দিয়েছেন শুভেন্দু। BJP বিধায়ক বলেন, ‘তখন কোনও লক্ষ্মীর ভাণ্ডার ছিল না।আই প্যাক ছিল না। CAA-NRC দেখিয়ে মুসলিমদের ভয় দেখানোর ব্যাপার ছিল না। এবারের নির্বাচনে ৩০% সংখ্যালঘুর মধ্যে প্রায় কেউই আমাদের ভোট দেয়নি। ওনারা ইমামদের কথা অনুযায়ী চলেছেন’।

Suvendu Adhikari

উল্লেখ্য, গত ৪ জুন এবারের লোকসভা ভোটের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গের শাসক দলকে তুমুল আক্রমণ করেছিলেন শুভেন্দু। এবারের নির্বাচনে সন্ত্রাস এবং রিগিং করেছে TMC, দাবি করেছিলেন তিনি। এবার বললেন, অনেক কেন্দ্রে ভোট শতাংশ বাড়িয়েছে গেরুয়া শিবির। তবে TMC-র ঔদ্ধত্য ও অহংকার পতন হবে বলেই বিশ্বাস রাজ্যের বিরোধী দলনেতার।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর