১ তারিখে সোনার টুকরো ছেলে শুভেন্দু, ৩ তারিখেই বেরল সেই চিঠি! বিস্ফোরক বিরোধী দলনেতা

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক সময়ে সারদা মামলায় (Sarada Case) একের পর এক অভিযোগ এবং পাল্টা অভিযোগ ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি। একদিকে যখন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামনে এনে চলেছেন সারদা কর্ণধার সুদীপ্ত সেন (Sudipto Sen), আবার অপরদিকে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির (CID) বিরুদ্ধে গতকাল চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনেন দেবযানী মুখোপাধ্যায়ের (Debjani Mukherjee) মা। এবার এ সকল বিষয়কে হাতিয়ার করে মুখ খুললেন শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিকবার গুরুতর অভিযোগ সামনে আনেন সারদা কর্ণধার সুদীপ্ত সেন। এক্ষেত্রে তার কাছ থেকে বিজেপি নেতা লাখ লাখ টাকা আত্মসাৎ করেছিল বলে অভিযোগ করা হয়। যদিও এর পিছনে তৃণমূল কংগ্রেসের ‘ষড়যন্ত্র’ রয়েছে বলে পাল্টা দাবি করেন শুভেন্দু অধিকারী।

এর মাঝেই গতকাল সিআইডির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এনে সিবিআইকে একটি চিঠি লেখেন সারদা মামলায় অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের মা।

দেবযানীর মা শর্বরী মুখোপাধ্যায় অভিযোগ করেন, “সম্প্রতি আমার মেয়ে দেবযানীকে তদন্ত করতে জেলে গিয়েছিল সিআইডি। সেই সময় ওকে শুভেন্দু অধিকারী এবং সুজন চক্রবর্তীদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করার জন্য চাপ দেওয়া হয়। এমনকি, রাজসাক্ষী হতেও বলা হয়েছিল, নাহলে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয় সিআইডি। তবে আমার মেয়ে রাজি হয়নি।”

গতকাল শর্বরী মুখোপাধ্যায়ের এহেন অভিযোগের পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “আমি যতদিন তৃণমূলে ছিলাম, ততদিন কোন অভিযোগ করা হয়নি। অথচ বিজেপিতে যোগদান করার পর থেকেই একের পর এক অভিযোগ উঠে আসে।”

Untitled design 2022 08 26T144504.148

তারকেশ্বরে একটি জনসভায় যোগদান করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “২০২০ সালে ১ লা ডিসেম্বর শ্যামবাজারে আমার সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় এবং প্রশান্ত কিশোররা।” এরপরই বিরোধী দলনেতা বলেন, “সেদিন শুভেন্দু সোনার টুকরো, হীরের ছেলে ছিলো আর পরবর্তীতে যেই আমি চোরেদের দলের সঙ্গে থাকতে মানা করে দিয়েছি, তারপরই ৩ রা ডিসেম্বর চিঠি দিয়ে শুভেন্দু অধিকারী, অধীর চৌধুরী এবং সুজন চক্রবর্তীর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তোলা হয়।”

ad

Sayan Das

সম্পর্কিত খবর