‘তৈরি থাকুন’! বাংলা বনধের দিনেই চরম ঘোষণা, শুভেন্দুর কথায় তোলপাড় রাজ্য!

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার নবান্ন অভিযানের দিন উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য। আন্দোলন ছত্রভঙ্গ করতে তৎপর ছিল পুলিশ। জলকামান, কাঁদানে গ্যাস থেকে ধরপাকড়, বাদ যায়নি কিছুই। এর প্রতিবাদে বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দেয় বিজেপি। আজ সকাল থেকে আবার বনধ নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি বাংলায়। এই আবহে এবার বিরাট ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

  • বাংলা বনধের দিন হুঙ্কার শুভেন্দুর (Suvendu Adhikari)

আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা অবধি বনধের (Bangla Bandh) ডাক দিয়েছে বিজেপি। পাল্টা রাজ্য সরকারের তরফ থেকে সবকিছু সচল রাখার বার্তা দেওয়া হয়। সকাল থেকেই রাজ্যের নানান প্রান্ত থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। কোথাও রেল অবরোধ, কোথাও আবার বিজেপি-তৃণমূল ধস্তাধস্তি হচ্ছে। এসবের মাঝেই একদিনে তিন অভিযানের ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু।

   
  • কী ঘোষণা করলেন শুভেন্দু?

এদিন বাংলা বনধ সফল করতে পথে নেমেছেন বিজেপির একাধিক নেতা-নেত্রী। তাঁদের মধ্যে গ্রেফতারও হয়েছেন অনেকে। লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহাকে গ্রেফতার করেছে পুলিশ। সজল ঘোষকে বাড়ি থেকে লালবাজার তুলে নিয়ে যাওয়া হয়েছে। বিজেপির নেতা-কর্মীরা যখন দিকে দিকে আটক হচ্ছেন, তখন একদিনে কালীঘাট, নবান্ন, লালবাজার অভিযানের কথা ঘোষণা করলেন শুভেন্দু (Suvendu Adhikari)।

আরও পড়ুনঃ ‘৩ সপ্তাহের মধ্যে…’! সুপ্রিম কোর্টে বাংলার মুখ্যসচিব হাজিরা দিতেই বিরাট নির্দেশ শীর্ষ আদালতের

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নন্দীগ্রামের বিজেপি (BJP) বিধায়ক বলেন, ‘গতকাল ৪ জন ছাত্রীকে গ্রেফতারের প্রতিবাদে ফের আদালতের দ্বারস্থ হব। অ্যারেস্ট মেমো থেকে শুরু করে সব জিনিস দেখাতে হবে’। এরপরেই বলেন, ‘একদিনে তিনটি অভিযান হবে, প্রস্তুত থাকুন। কারা করবে জেনে যাবেন। কবে করবে জেনে যাবেন। কালীঘাট, নবান্ন, লালবাজার’।

বিরোধী দলনেতার হুঙ্কার শুনে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা জিজ্ঞেস করেন, কোন ইস্যুতে এই অভিযান হবে? জবাবে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ’। বাংলা বনধের দিন একদিনে তিন অভিযানের কথা ঘোষণা করলেও এর দিনক্ষণ খোলসা করেননি তিনি।

Suvendu Adhikari

উল্লেখ্য, আজ সকাল থেকেই বনধ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি বাংলায়। বনগাঁ, হুগলিতে রেল অবরোধ করেন বিজেপির কর্মী-সমর্থকরা। এরপর বেলা যত গড়ায় ততই বাড়তে থাকে অশান্তির তীব্রতা। শ্যামবাজার থেকে গ্রেফতার করা হয় হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। বাড়ি থেকে সজল ঘোষকে লালবাজার তুলে নিয়ে যায় পুলিশ। এসব নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি। তখন একদিনে তিন অভিযানের কথা ঘোষণা করে তোলপাড় ফেলে দিলেন শুভেন্দু।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর