লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা! ‘৭ দিনের মধ্যে…’! তোলপাড় রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)। একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করার পর এই প্রকল্প চালু করা হয়েছিল। বর্তমানে রাজ্যের অগুনতি মহিলা এই স্কিমের সুবিধা পাচ্ছেন। এবার এই নিয়েই বড় মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

  • লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) নিয়ে কী বললেন শুভেন্দু?

সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। সেখানে বিধানসভা উপনির্বাচনে তালড্যাংরার তৃণমূল প্রার্থীর হয়ে এক সিভিক ভলেন্টিয়ারের (Civic Volunteer) প্রচার চালানোর অভিযোগ তুলেছিলেন তিনি। এবার তালড্যাংরার বিজেপি প্রার্থীর সমর্থনে একজনসভায় ফের এই নিয়ে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা।

শুভেন্দু (Suvendu Adhikari) পষ্টাপষ্টি বলেন, বিজেপিকে ভোট দেওয়ার জন্য কারোর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যদি বন্ধ করা হয়, তাহলে ৭ দিনের মধ্যে সুদ সমেত সেই টাকা উদ্ধার করে দেবেন তিনি। বিজেপি বিধায়ক বলেন, ‘আজকে বিনপুরের সিভিক ভলেন্টিয়ারের ছবি দিয়েছি আমি। বিনপুর থানার সিভিক ভোট চাইতে যাচ্ছে। বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব’।

আরও পড়ুনঃ CBI তদন্তের নির্দেশে স্থগিতাদেশ! অভিষেক-কন্যা মামলায় সুপ্রিম রায়ে স্বস্তিতে রাজ্য

শুভেন্দু বলেন, ‘ওঁর বাবার টাকা? এটা সরকারের টাকা। আমার জেলায় ১৫টা বিধানসভায় পরাজিত হয়েছে। সৌমিত্র খাঁ জয়ী হয়েছে। আমাদের এলাকায় একটা মা-দিদি-বোনের কোনও ভাতা-টাকা বন্ধ করার ক্ষমতা ওরা দেখাতে পারেনি। আর তালড্যাংরায় বিজেপিকে ভোট দেওয়ার জন্য যদি একজন মহিলার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হয়, তাহলে শুধু হোয়্যাটসঅ্যাপে অ্যাকাউন্ট নম্বরটা দেবেন। যদি সুদ সমেত ৭ দিনের মধ্যে টাকা আদায় না করতে পারি, তাহলে বিরোধী দলনেতা আর কোনোদিন আপনাদের সামনে ভোট চাইতে আসবে না’।

Suvendu Adhikari Lakshmir Bhandar

উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর তালড্যাংরা সহ পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। সোমবার বিকেলে শেষ প্রচার। তার আগে তালড্যাংরার বিজেপি প্রার্থীর সমর্থনে একটি জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) নিয়ে বিরাট মন্তব্য করলেন শুভেন্দু।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর