বাংলা হান্ট ডেস্কঃ ‘আগামী ১০ মাসের মাথায় বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি’। মঙ্গলবার বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠক থেকে এমনই ভবিষ্যদ্বাণী করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সঙ্গে জানালেন ক্ষমতায় আসার পর বিজেপির ‘এজেন্ডা’ কী হবে!
১০ মাস পর বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি হুঁশিয়ারি শুভেন্দুর (Suvendu Adhikari)
বিরাট হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু এদিন বললেন,’আগামী বিধানসভা ভোটে বিমান বন্দ্যোপাধ্যায় (Biman banerjee), মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata banerjee) হারাব। আর ওদের দলের যে সব মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের চ্যাংদোলা করে ১০ মাস পরে এই রাস্তায় ফেলব!’
এখানেই শেষ নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে একের পর এক বেলাগাম আক্রমণ করে এদিন শুভেন্দু (Suvendu Adhikari) সম্বোধন করেছেন ‘সাম্প্রদায়িক সরকার’, ‘সাম্প্রদায়িক পুলিশ’, ‘মুসলিম লিগ টু’। একইসাথে এদিন বিরোধী দলনেতার অভিযোগ,’বিধানসভার ভেতরে যা হচ্ছে তা শুধু বেপরোয়া নয়, অসাংবিধানিক। বাংলার হিন্দু জনগণকে উপড়ে ফেলতে চায় এরা। দিল্লিতে এই ঔদ্ধত্য কেজরিওয়াল দেখাতে গিয়েছিল তাই ওখানকার মানুষ আপকে উপড়ে ফেলেছে। বাংলাতেও আগামী বছর এটাই হবে।’
বাংলার একাধিক জায়গায় হিন্দু মন্দিরে ভাঙচুর চালানোর অভিযোগ এনে বিরোধী দলনেতা এদিন বললেন, ‘ভারতীয় সংবিধানে ধর্মীয় স্থান রক্ষা করার কথা বলা হয়েছে। অথচ বাংলায় তা লঙ্ঘিত হচ্ছে।’ এই অভিযোগ জানিয়ে আজ বিধানসভায় মুলতুবি প্রস্তাব এনেছিলেন বিজেপি বিধায়করা। কিন্তু পাল্টা প্রতিবাদ জানান শাসক দলের বিধায়করা। তারপরেই অধ্যক্ষ বিজেপির প্রস্তাব খারিজ করে দেন।
আরও পড়ুন: রাজ্য মন্ত্রিসভার বৈঠক নিয়ে বড় খবর! একদিন আগেই নেওয়া হল বিরাট সিদ্ধান্ত
শুভেন্দু এদিন বললেন, ‘আমরা বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিলাম। ওরা গায়ের জোরে তা খারিজ করেছে।’ এরপরই তৃণমূলের জিতে আসা মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বিধানসভার বাইরে ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সাংবাদিক বৈঠক থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে শুভেন্দু এদিন বলেন, ‘এই সরকার ধর্মের নামে সঙ্কীর্ণ রাজনীতি করছে। বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে।’ একইসাথে এদিন বিরোধী দলনেতার কটাক্ষ স্পিকারের একটা চোখ নাকি বন্ধ। এখন দেখার বিরোধী নেতার এই মন্তব্যের পর শাসকদলের তরফে কী প্রতিক্রিয়া আসে?