বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে এক ধাক্কায় ২৬ হাজার চাকরি বাতিল হয়ে যাওয়ার পর চারিদিক থেকে উঠে আসছে হাহাকারের ছবি। যদিও এই মহা বিপর্যয়ের মধ্যেও সবাইকে ধৈর্য ধরতে বলেছেন মুখ্যমন্ত্রী। মানসিকভাবে ভেঙে পড়তেও বারণ করেছেন তিনি। আগামী ৭ এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নিজেদের অধিকারের দাবিতে একটি সভা ডেকেছেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা। সেখানে তাঁদের পাশে থেকে সমাবেশে যোগ দেবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। ওই একইদিনে বিজেপির তরফ থেকেও পাল্টা ‘কালীঘাট চলো’র (Kalighat Chalo) ডাক দেওয়া হয়েছে। বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সেদিন তিনি সরকার বিরোধী স্লোগান, পোস্টারে শহর ভরিয়ে দেবেন।
কালীঘাট চলো’র ডাক ডাক শুভেন্দুদের (Suvendu Adhikari)
২৬ হাজার চাকরি বাতিল মামলার শুরু থেকেই জটিলতা ছিল যোগ্য অযোগ্য প্রার্থী বাছাই নিয়ে। দীর্ঘ শুনানি পর্বের পরেও তার সমাধান হয়নি। ২০১৬ সালের চাকরির প্যানেলে যোগ্য-অযোগ্য মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। তাই বাধ্য হয়ে পুরো প্যানেল টাই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। যার ফলে রাতারাতি ‘বেকার’ হয়ে গিয়েছেন রাজ্যের হাজার হাজার যোগ্য শিক্ষক-শিক্ষিকারা। কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে চাকরি বাতিলের সাথেই নির্দেশ দেওয়া হয়েছে বেতন ফেরত দেয়ারও।
আরও পড়ুন: ‘দাগি’ বিচারপতি! চরম ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের আইনজীবীরা, আসরে চিফ জাস্টিস
আগামী সোমবার ৭ই এপ্রিল নিজেদের অধিকারের দাবি জানাতে এক হচ্ছেন তাঁরা। তাঁদের সমাবেশে আগেই যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘আমি জানিয়েছি, তাঁদের সভায় যাব। তবে বলছি, মানসিক চাপ নেবেন না, ধৈর্য্য হারাবেন না।’ শোনা যাচ্ছে, ওইদিন পরবর্তী আন্দোলনের রূপরেখাও ঠিক করবেন চাকরিহারারা।
অন্যদিকে এই ইস্যুকে সামনে রেখে সরকার বিরোধী সুর চড়িয়ে বিজেপি। তাই মুখ্যমন্ত্রী সমাবেশের পাল্টা কর্মসূচি হিসাবে ‘কালীঘাট চলো’র ডাক দেওয়া হয়েছে। কলকাতায় মিছিল হবে বলেও ঘোষণা করেছে বিজেপির যুব মোর্চা। তাঁরা জানিয়েছে, কলকাতায় মিছিল করে মুখ্যমন্ত্রীর বাড়ি যাবেন। মনে করা হচ্ছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পরামর্শ মতোই যুব মোর্চা এই কর্মসূচির ডাক দিয়েছে। তাই বোঝাই যাচ্ছে এই ‘যোগ্য চাকরিহারা’দের সামনে রেখেই এবার কার্যত যুযুধান শাসক-বিরোধী উভয় শিবির।