ভোটপ্রচারে জোর ধাক্কা! রেমালের দাপটে বাতিল শুভেন্দুর সভা, মমতা-অভিষেক কী করবেন?

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal)। রবিবার সকাল থেকে অল্পবিস্তর ‘খেল’ দেখাতে শুরু করেছে এই সাইক্লোন। ল্যান্ডফল হতে এখনও কিছুটা দেরি হলেও, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই বৃষ্টিবাদল শুরু হয়ে গিয়েছে। এই আবহে আজ তিনটি সভা বাতিল করেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। বাতিল হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একটি পদযাত্রাও।

আজ পাথরপ্রতিমা, মন্দিবাজার এবং কাকদ্বীপে সভা ছিল শুভেন্দুর (Suvendu Adhikari)। তবে খারাপ আবহাওয়া এবং কর্মী সমর্থকদের কথা মাথায় রেখে সেই সভা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে বিকেল ৪টে নাগাদ যাদবপুরের জোড়াফুল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে হরিনাভি মোড় থেকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন অবধি একটি পদযাত্রা ছিল তৃণমূল নেত্রীর। সেটি বাতিল করা হয়েছে। অন্যদিকে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) একটি রোড শো-ও খারাপ আবহাওয়ার কারণে ক্যানসেল করা হয়েছে।

আজ বিকেলে মেটিয়াবুরুজে একটি রোড শো করার কথা ছিল তৃণমূল সেনাপতির। তবে সেটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোড শো ক্যানসেল হলেও অভিষেকের জনসভা কিন্তু হয়েছে। আজ উত্তর ২৪ পরগণার বাদুড়িয়ায় সভা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। একইরকমভাবে মমতার পদযাত্রা বাতিল হলেও সোনারপুর এবং যাদবপুরে তাঁর সভা ক্যানসেল হয়নি। তবে আবহাওয়ার যা ‘মুড’ দেখা যাচ্ছে তাতে শেষ অবধি সেই সভা হয় কিনা সেটাই দেখার।

আরও পড়ুনঃ যৌন হেনস্থার ‘মিথ্যে’ অভিযোগ! বিপাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, কড়া ‘শাস্তি’র সুপারিশ!

এদিকে আজ বাদুড়িয়ার সভায় বক্তব্য রাখার সময় সন্দেশখালির প্রসঙ্গ টেনে আনেন অভিষেক। তৃণমূল নেতা বলেন, ৪ মে সন্দেশখালির আসল সত্যি সবার সামনে চলে এসেছে। সে কারণে আমি মনে করি সেদিনই বসিরহাট লোকসভা কেন্দ্রের আসল ফলাফল বেরিয়ে গিয়েছে। বিজেপির মণ্ডল সভাপতিকে ভিডিওয় বলতে দেখা গিয়েছে, সন্দেশখালিতে কোনও ধর্ষণের ঘটনা ঘটেনি। কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বের কথায় মহিলাদের ২০০০ টাকার বিনিময়ে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ এনে পশ্চিমবঙ্গের ৫ কোটি মহিলার সম্ভ্রম লুণ্ঠন করা হয়েছে।

Diamond Harbour TMC candidate Abhishek Banerjee challenges opposition

অভিষেকের সংযোজন, ভোট ঘোষণার পর বসিরহাটে সভা করতে এসেছিলাম। বলেছিলাম, ডায়মন্ড হারবারে জয়ের ব্যবধান ৪ লক্ষ এবং আপনাদের ৩.৫ লক্ষ করতে হবে। এটা বহিরাগতদের বিতাড়িত করার লড়াই। আপনারা শুনেছেন, BJP নেতারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায়। সেই টাকা দ্বিগুণ কয়া হয়েছে। BJP বলছে এই টাকা বন্ধ করে দেওয়া হবে। তবে আমরা বলছি, তৃণমূল কংগ্রেস যতদিন আছে ততদিন অবধি লক্ষ্মীর ভাণ্ডার আমরা বুক দিয়ে আগলে রাখব। রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী চাইলেও এটা বন্ধ করতে পারবেন না।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর